ঢাকা: ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটারকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে আগামী ২০ জুলাই। ফিটনেস নিয়েই কাটবে ক্যাম্পের প্রথম সাত থেকে দশ দিন।
ক্যাম্প শুরুর দিনগুলোতে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও বিল্লাভারায়ন। তাকে একা পরিচালনা করতে হবে কন্ডিশনিং ক্যাম্প।
বাংলাদেশ দলের কোচদের ফেরার ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘২০ তারিখ থেকে আমাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। এক সপ্তাহ থেকে ১০ দিন ট্রেনারের নেতৃত্বেই ক্যাম্প পরিচালিত হবে। তারপর কোচরা আসার কথা। কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা এভাবে করা হয়েছিলো। আগে কন্ডিশনিং ক্যাম্প এরপর বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন। ’
বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক ভারতের উত্তর প্রদেশের হরি সিংহানিয়া ক্রিকেট একাডেমির পরামর্শক হিসেবে যোগ দেয়ায় এ পদটি এখনো ফাঁকা। তবে ক্যাম্প শুরুর আগেই জানা যাবে নতুন বোলিং কোচের নাম। নতুন বোলিং কোচ যোগ দেবেন স্কিল ট্রেনিংয়ের শুরুতে।
বোলিং কোচ নিয়ে আকরাম খান বলেন, ‘বোলিং কোচ প্রায় নিশ্চিত হয়ে গেছে। কে হচ্ছেন নতুন বোলিং কোচ তা শিগগিরই জানানো হবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি