ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জরিমানা কমিটির ‘চেয়ারম্যান’ ভুবনেশ্বর কুমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জরিমানা কমিটির ‘চেয়ারম্যান’ ভুবনেশ্বর কুমার ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অনিল কুম্বলে। সাবেক তারকা এ স্পিনারের টিম রুলও বেশ আলোচনায় এসেছে।

এবারে দলের নতুন নিয়মের তদারকির জন্য ‘চেয়ারম্যান’ ঘোষণা করা হয়েছে দলের পেসার ভুবনেশ্বর কুমারকে।

নতুন কোচের অধীনে চলতি মৌসুমে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টিম ইন্ডয়ার। যেখানে ১৭ টেস্টের প্রথম চারটি খেলতে তারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছে।

টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঠিক পথ দেখাতে কুম্বলে ইতোমধ্যেই অবশ্য করণীয় কিছু নিয়ম বেধে দিয়েছেন। যেমন, দলের কোনো ক্রিকেটার যদি টিম বাস নির্ধারিত সময়ে ধরতে না পারে, তবে গুনতে হবে ৫০ মার্কিন ডলার। সময়ের হেরফের হলেও একই পরিমান জরিমানা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোহলি বাহিনীর কোনো সদস্য এমনটা নিশ্চয়ই চাইছে না!

আর এমনটি ঘটে গেলে জরিমানা কমিটির ‘চেয়ারম্যান’ ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়তে হবে দলের অভিযুক্ত ক্রিকেটারকে।

ভুবনেশ্বর কুমারকে জরিমানা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে তিনি জানান, ‘এই কমিটির চেয়ারম্যান আমি। তবে, আমার সাথে চেতশ্বর পুজারা আর শিখর ধাওয়ানও কাজ করবে। জরিমানার অর্থ তোলার দায়িত্ব দেওয়া হয়েছে পুজারাকে। আর কোনো অভিযুক্ত ক্রিকেটার যদি তার অভিযোগের প্রেক্ষিতে আপিল করতে চান কিংবা তাকে বিনা কারণে জরিমানা করা হয়েছে এমন প্রমাণ দিতে চান, তবে সেটির দেখভাল করবে শিখর ধাওয়ান। আসলে আমাদের প্রত্যেক ক্রিকেটারকে একটি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। ’

তবে, জরিমানার ভয় থাকলেও দলের সদস্যদের পূর্ণ স্বাধীনতা দিতে চাইছেন কুম্বলে। জানিয়ে দিয়েছেন, প্রতি চারদিন পর পর আনুষ্ঠানিক বৈঠক হবে এবং সেখানে ক্রিকেটাররা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। তার মতে, এই ছোট ব্যাপারগুলোই ক্রিকেটারদের এক করবে।

কুম্বলের এই কমিটি জরিমানার যে অর্থ তুলবে তা জমা হবে দাতব্য কোনো সংস্থাকে সাহায্য করতে। তবে, কোন ধরনের দাতব্য প্রতিষ্ঠানকে এই অর্থ সাহায্য করা হবে তা এখনও ঠিক করেননি জরিমানা কমিটির চেয়ারম্যান ভুবনেশ্বর কুমার। তিনি জানান, খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।