ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়ান দলে কিংবদন্তি জোয়েল গার্নার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ক্যারিবীয়ান দলে কিংবদন্তি জোয়েল গার্নার জোয়েল গার্নার-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার জোয়েল গার্নার। তিন বছরের জন্য দলে আসা গার্নার ঘরের মাঠে আসছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কাজ শুরু করবেন।

 

৬৩ বছর বয়সী গার্নার এর আগে ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত ক্যারিবীয়দের অন্তবর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় টি-টোয়েন্টি বিশ্বকাপেও উইন্ডিজরা তার অধীনে খেলে। সাবেক তারকা এ ক্রিকেটার দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। এছাড়া বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ম্যানেজার ছিলেন তিনি।

গার্নার ১৯৭৭ থেকে ১৯৮৭ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৮টি টেস্ট ও ৯৮টি ওয়ানডে খেলেন। তিনি ১৯৭৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারও ছিলেন। উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি হওয়ায় ক্রিকেট বিশ্বে তার নাম হয় ‘বিগ বার্ড’।

আগামী ২১ জুলাই নর্থ সাউন্ডে চার ম্যাচ টেস্টের প্রথম ম্যাচে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।