ঢাকা: তরুণ ক্রিকেটারদের আরও মনোযোগী হওয়ার আহবান জানালেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। লন্ডনে স্পাটার্নের গ্লোবাল উন্মোচনের অনুষ্ঠানে এ কিংবদন্তি আরও জানান, সুবিধাবঞ্চিত শিশুদের তিনি স্পন্সর করে সাহায্য করতে চান।
শচীনের মতে দলের সফলতায় সাহায্য করার ওপর কোন অনুভূতি নেই। তিনি চান তরুণ ক্রিকেটাররা আরও মনোযোগী হয়ে দলকে সেরাটা দেবে।
ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ডের মালিক শচীন বলেন, ‘ক্রিকেটারদের রান করা ও উইকেট নেওয়ার ওপর ধ্যান রাখতে হবে। সেই সঙ্গে নিজের সেরাটা উজার করে দেওয়ার কথা চিন্তা করা উচিৎ। কারণ এটিই সেরা অনুভূতি। ’
তিনি আরও বলেন, ‘নিজের দলের জন্য কিছু করতে পারাটাই আসল ব্যাপার। আর শিশুদের উন্নতির জন্য আমি যথাসম্ভব চেষ্টা করবো। ’
এদিন শচীন স্পার্টানের বোর্ড মেম্বার হিসেবে নিযুক্ত হন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির কিছু শেয়ার কিনে নেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস