ঢাকা: উদীয়মান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণদান ও আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার লক্ষ্যে মিরপুরে শুরু হয়েছে ৯ সপ্তাহের বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। রোববার (১৭ জুলাই) সকাল ৯টায় একাডেমি ভবনে মিটিং শেষে জিমনেশিয়ামে দুই ভাগে বিভক্ত হয়ে ফিটনেস পরীক্ষা দেন ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটার।
এইচপি ক্যাম্পে জায়গা পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেই জায়গা পেতে হয়েছে এ ক্যাম্পে। সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এসব তরুণ ক্রিকেটাররা।
অনূর্ধ্ব-১৯ দলের গন্ডি পেরিয়ে আসা সাইফ হাসান এই ক্যাম্পকে দেখছেন ভবিষ্যত সাফল্যের পাথেয় হিসেবে, ‘এখানে সিনিয়র কিছু ক্রিকেটারও আছেন। তাদের সাথে প্রায় দুই মাস এক সাথে থাকবো। তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। তাছাড়া এখানে বড় বড় কোচরা আছেন। এখানকার প্রশিক্ষণ নিশ্চয়ই সামনের টুর্নামেন্টগুলোতে কাজে লাগাবো। ’
দেশে লেগস্পিনারের সংকট থাকায় নূর হোসেন মুন্নাকে সুযোগ দেয়া হয়েছে ক্যাম্পে। এ লেগস্পিনার সুযোগটা কাজে লাগাতে চান ভালোভাবে, ‘আমাদের এখানে লেগস্পিন করাটা খুব কঠিন। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। ’
ক্যাম্প শুরুর আগে বিসিবির সহ-সভাপতি ও এইচপি প্রোগ্রামের চেয়ারম্যান মাহবুব উল আনাম বলেন, আজ থেকে আমাদের এইচপি ক্যাম্প শুরু হলো। জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত করা এবারের প্রোগ্রামের লক্ষ্য। যখন যেখানে প্রয়োজন মনে হবে সেটি সংযোজন করা হবে এই প্রোগ্রামে। বেশ কয়েকজন বিদেশি ক্রিকেট বিশেষজ্ঞ আনার চিন্তা-ভাবনা আছে। ’
২০ জুলাই থেকে মিরপুরেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। দুটি ইউনিটের ট্রেনিং এ প্রোগ্রামে সমস্যা করবে কিনা-এ প্রশ্নের জবাবে এইচপি চেয়ারম্যান জানান, ‘আমরা প্রয়োজনে চট্টগ্রাম কিংবা সিলেটে গিয়ে ক্যাম্প পরিচালনা করবো। যেভাবে হলে ভালো হবে সেভাবেই করবো। ’
এইচপি ক্যাম্প শুরু হলো প্রধান কোচ সিমন হেলমটকে ছাড়াই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকায় এ মাসে ফিরতে পারছেন না এ অস্ট্রেলিয়ান। আগস্টের প্রথম সপ্তাহ থেকে তাকে পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।
বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ক্যাম্প। আছেন পাঁচজন দেশিয় কোচ।
স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনজন টপঅর্ডার ব্যাটসম্যান, ছয়জন মিডলঅর্ডার ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, চারজন স্পিনার, সাতজন পেসার ও দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন।
এইচপি ক্যাম্পের স্কোয়াড:
টপঅর্ডার: সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।
অলরাউন্ডার: মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।
মিডলঅর্ডার: মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।
স্পিনার: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।
পেসার: আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
উইকেটরক্ষক: ইরফান শুক্কুর ও জাকির হাসান।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৬
এসকে/এমআরপি