ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড আসবে, বিশ্বাস মাশরাফির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড আসবে, বিশ্বাস মাশরাফির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ক্রিকেট সংস্কৃতিধরে রাখতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে-এমনটাই বিশ্বাস করছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন ইংলিশ ক্রিকেটাররা।

তবে মাশরাফি আশাবাদী, বাংলাদেশের প্রতি ইংল্যান্ডের অতীতের সহযোগিতা পরায়ন মনোভাব ও ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে তারা বাংলাদেশ সফরে আসবে এবং ভালো একটি সিরিজ হবে।
 
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার (২০ জুলাই) থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথম দিনের প্রথম ধাপের কার্যক্রম শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি।

টাইগারদের এ অধিনায়ক ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্রিকেট অনুসরণ করে। বয়স্ক মানুষ থেকে শুরু করে করে মধ্যবয়স্ক, বর্তমান প্রজন্ম-সবাই ক্রিকেট অনুসরণ করে। ফলে অন্যান্য দেশ থেকে যে ক্রিকেটাররা আসে তাদের অন্যরকম সম্মান এখানে করা হয়। আমি শতভাগ আশাবাদী যে নিরাপত্তা বলেন, সম্মানের জায়গা বলেন সবসময় এটা দেয়া হয়েছে এবং দেয়া হবে। এখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওরা এসেছে। আমার বিশ্বাস, ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড আসবে এবং ভালো একটা সিরিজ হবে আশা করি। ’
 
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছে ইংল্যান্ড আসবে, ভালো একটা সিরিজ হবে। বাংলাদেশের সবাই ক্রিকেট পছন্দ করে। আর ইংল্যান্ডও সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে এসেছে। যুব বিশ্বকাপে তারা এসেছে। আমি অবশ্যই আশাবাদী বাংলাদেশে সফর করার ব্যাপারটি তারা ইতিবাচকভাবে দেখবে এবং আসবে। ’
 
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর  বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে সফরকারীদের। বিসিবির কাছে ইসিবি একটি মেইলও পাঠিয়েছে। যাতে নেতিবাচক কোনো শব্দ নেই। বরং আশাবাদী হওয়ার যথেষ্ট উপাদান আছে।
 
ইসিবি জানতে চেয়েছে, বাংলাদেশ সফরে ঢাকার অংশ শেষে ইংলিশ ক্রিকেটারদের ক্রিকেট গিয়ার্স কি বাসযোগে চট্টগ্রাম পাঠানো হবে, সেক্ষেত্রে কয়টা বাস লাগবে? এবং সেগুলো ঠিক করে জানাতে বলা হয়। বিসিবি থেকে যথা-সময়েই জবাব পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার পথে হাঁটবে না ইংল্যান্ড এমনটাই আশা করছে বিসিবি। মাশরাফি ও বিসিবির আশা যেন সত্যি হয় সেটিই প্রার্থনা দেশের কোটি ক্রিকেট ভক্তের।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।