ঢাকা: প্রিমিয়ার লিগে বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় প্রশ্নবিদ্ধ হয়েছেন ১১ জন বোলার। বুধবার (২০ জুলাই) থেকে এদের নিয়ে কাজ শুরু করেছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।
শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে ৬টি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ৬ ওভার করে স্বাভাবিক বৈচিত্র্যে বোলিং করেন তারা। শুদ্ধি পরীক্ষায় পাশ না ফেল করলেন তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত দুই সপ্তাহ। অ্যাকশনে ত্রুটি থাকলে দ্বিতীয় ধাপে বোলারদের অ্যাকশন শুদ্ধিকরণের কাজ করবে রিভিউ কমিটি।
এ দুই বোলারের বোলিং অ্যাকশন ক্যামেরায় ধারণের পর বিসিবি’র কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু বলেন, ‘ওদের বোলিং অ্যাকশন আমরা ভিডিও করেছি। আমরা ৬টা ক্যামেরা ব্যবহার করে ৬ অ্যাঙ্গেল থেকে ওদের বোলিং রিভিউ করেছি। খালি চোখে তো এটা বোঝা যায় না। ভিডিও ফুটেজ দেখে অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করলে আমরা বুঝতে পারবো। একটা নির্দিষ্ট ভ্যারিয়েশন নয়, ওদের সব ধরনের বলই আমরা দেখেছি। ডেলিভারি অ্যাসেসমেন্ট করে ১৪ দিনের মধ্যে জানাবো ওদের অ্যাকশন কোন অবস্থায় আছে। ’
রিভিউ কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার গোলাম ফারুক চৌধুরী সুরু বলেন, ‘এখানে অনেক কিছু দেখার প্রয়োজন আছে। হাতের অ্যাঙ্গেল দেখতে হবে। তার আগে বলা যাবে না কি করতে হবে, কিভাবে করতে হবে। ত্রুটি থাকলে কিভাবে শোধরানো যায় সেটা আমরা দেখবো। এ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। ’
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাসকিন আহমেদ ও আরাফাত সানি টি-২০ বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ হওয়ায় হাপিত্যেশ উঠেছিল দেশের ক্রিকেটাঙ্গনে। দুর্দান্ত ফর্মে থাকা দুই বোলারের অনুপস্থিতি বেশ ভোগায় বাংলাদেশ দলকে। যে কারণে প্রিমিয়ার লিগ থেকে অ্যাকশনে ত্রুটি রয়েছে এমন বোলার চিহ্নিত করার তাগিদ অনুভব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রিমিয়ার লিগেও প্রশ্নবিদ্ধ বোলারদের তালিকায় এসেছে আরাফাত সানির নাম। তবে সানির অ্যাকশন শোধরানোর কাজ হচ্ছে জাতীয় দলের ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে।
আগামী ২২ ও ২৪ জুলাই মিরপুরের ইনডোরে বাকি ৮ বোলারের অ্যাকশন আলাদা করে পরীক্ষা করবে রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি হাত বাঁকবে যাদের, পুনর্বাসনের মাধ্যমে অ্যাকশন ঠিক করার আগ পর্যন্ত তারা ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন না।
যাদের নিয়ে কাজ করছে কমিটি: অমিত কুমার নয়ন (আবাহনী), মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান), মইনুল ইসলাম (গাজী গ্রুপ ক্রিকেটার্স), রেজাউল করিম (প্রাইম দোলেশ্বর), মোহাম্মদ শরিফউল্লাহ (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (লিজেন্ডস অব রূপগঞ্জ), ফয়সাল হোসেন ডিকেন্স (মোহামেডান), সঞ্জিত সাহা (ব্রাদার্স ইউনিয়ন), মোহাম্মদ সাইফু্দ্দিন (সিসিএস)।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসকে/এমআরএম