ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতেই মাঠে নামছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
রাতেই মাঠে নামছেন মোস্তাফিজ

ঢাকা: বুধবার ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে সেদিনই হোভে সাসেক্সের ড্রেসিংরুমে চলে যান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবিও পোস্ট করেছেন সাতক্ষীরার এ তরুণ।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে মোস্তাফিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাসেক্সের ড্রেসিংরুমে নিজের লকারের সামনে দাঁড়ানো মোস্তাফিজের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেছে তার ক্লাবও।

আজ রাতেই (২১ জুলাই) এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হচ্ছে মোস্তাফিজের। চেমসফোর্ডে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

ক্লাবের টুইটারে জানানো হয়, ‘এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হতে যাচ্ছে মোস্তাফিজের। ’

টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স খেলবে কালো জার্সি গায়ে। আর ওয়ানডেতে হলুদ রঙের জার্সি গায়ে মাঠে নামবেন মোস্তাফিজরা। দুটি ফরমেটেই মোস্তাফিজ খেলবেন ৯০ নম্বর জার্সি গায়ে। এর আগে জাতীয় দল আর আইপিএলের আসরে হায়দ্রাবাদের হয়ে এই ৯০ নম্বর জার্সি গায়েই তিনি মাঠ মাতিয়েছেন।    

টাইগার এই তরুণকে দলে পেতে টুর্নামেন্টের শুরু থেকেই মুখিয়ে ছিলেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট। অবশেষে সাসেক্সের আশা পূরণ হতে যাচ্ছে। আইপিএল মাতিয়ে শিরোপার স্বাদ নেওয়া মোস্তাফিজ ফিরেছিলেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। সঙ্গে শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ মিলিয়ে তার ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত মনে হচ্ছিল। তবে, সব বাধা টপকে সাসেক্সের ডেরায় এখন কাটার মাস্টার।

মোস্তাফিজের মিশন আইপিএলের পর এবার কাউন্টি। কাউন্টিতে টি-টোয়েন্টি ফরমেটের পাশাপাশি ওয়ানডে আর চারদিনের ম্যাচও অনুষ্ঠিত হবে। তবে, সাসেক্স মোস্তাফিজকে শুধুমাত্র রঙিন পোশাকেই খেলাবে বলে চুক্তি করেছে।

আগামী ০২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কেননা, ০২ আগস্টের পর শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। নকআউট পর্বের সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

সে হিসেবে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশের কাটার মাস্টার। তাতে তিনটি টি-টোয়েন্টি আর চারটি ওয়ানডেতে মাঠে নামতে পারবেন তিনি। আর তার দল যদি এই দুই ফরমেটের নকআউট পর্বে উঠে যায়, সেক্ষেত্রে মোস্তাফিজের ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।

২১ জুলাই প্রত্যাশিতভাবে মাঠে নামলে প্রতিপক্ষ এসেক্সের বিপক্ষে ইংলিশ কাউন্টিতে অভিষেক ঘটবে মোস্তাফিজের। পরের দিন সারের বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে মোস্তাফিজের দল। দুটিই টি-টোয়েন্টি ফরমেটের ম্যাচ। ২৪ জুলাই গ্লস্টারশায়ারের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওয়ানডে ফরমেটে মাঠে নামবে সাসেক্স।

২৭ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মোস্তাফিজের দল হ্যাম্পশায়ারের বিপক্ষে ওয়ানডে খেলবে। আর পরের দিন রাত সাড়ে ১১টায় গ্ল্যামারগানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরমেটে খেলবে সাসেক্স।

৩০ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় সমারসেটের বিপক্ষে ওয়ানডে খেলবে মোস্তাফিজের দলটি। আর ০২ আগস্ট কেন্টের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে সাসেক্স।

উল্লেখ্য, নয় দলের ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে তলানীতে। তবে, টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মোস্তাফিজের নতুন দলটি আছে সাতে। অবস্থার পরিবর্তনে মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে দলটি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।