ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এইচপির ‘স্পেশালাইজড স্কোয়াড’ ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এইচপির ‘স্পেশালাইজড স্কোয়াড’ ঘোষণা

ঢাকা: ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত প্রশিক্ষণদানে ৫৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) স্পেশালাইজড স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া ২৫ ক্রিকেটারও রয়েছেন এই স্কোয়াডে।

 

স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। এরা হলেন-শামসুর রহমান শুভ, নাঈম ইসলাম, সোহাগ গাজী, আবুল হাসান রাজু ও মোশাররফ হোসেন রুবেল।

অনূর্ধ্ব-১৯ দল থেকে জায়গা পেয়েছেন জয়রাজ শেখ ইমন, সালেহ আহমেদ শাওন ও রিফাত প্রধান। এর আগে ২৫ সদস্যের এইচপি স্কোয়াডে জায়গা পান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ক্রিকেটার।

স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যান ২৩ জন, পেসার ১৬ জন, স্পিনার ১২ জন ও উইকেটরক্ষক ৪ জন।  
 
এইচপি স্পেশালাইজড স্কোয়াড:
ব্যাটসম্যান: মাহমুদুল হাসান, তাইবুর রহমান পারভেজ, মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, নিহাদুজ্জামান, হাসানুজ্জামান, আসিফ আহমেদ রাতুল, নাইম ইসলাম, মোসাদ্দেক ইফতেখার রাহি, ইমতিয়াজ হোসেন, মোখলেছুর রহমান, সায়মন আহমেদ, আরিফুল হক, জয়রাজ শেখ ইমন, সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন, তাসামুল হক ও সালমান হোসেন ইমন।
পেসার: আব্দুল হালিম, রিফাত প্রধান, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহি, শহিদুল ইসলাম, ইমরান আলী এনাম, মো: আজিম, আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
স্পিনার: রাহাতুল ফেরদৌস, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মো: ওমর, রনি চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওন গাজী,  সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।
উইকেটরক্ষক: জাবিদ হোসেন, জসীমউদ্দিন, ইরফান শুক্কুর ও জাকির হাসান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।