ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের নেতৃত্বে গ্রায়েম ক্রেমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
জিম্বাবুয়ের নেতৃত্বে গ্রায়েম ক্রেমার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: গ্রায়েম ক্রেমারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়কত্বের। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ জুলাই) ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

 

২৯ বছর বয়সী ক্রেমারকে ব্রেন্ডন টেইলরের স্থলাভিষিক্ত করা হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ সফরে ৫টি ওয়ানডে আর তিনটি টেস্ট ম্যাচ হেরেছিল টেইলরের নেতৃত্বে খেলতে আসা জিম্বাবুয়ে।

ঘোষিত দলে রয়েছে চার নতুন মুখ। চামু চিভাবা, প্রিন্স মাসভারে, পিটার মুর আর মাজারাবানিকে সুযোগ দেওয়া হয়েছে দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নামার।

আগামী ২৮ জুলাই প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপসরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

০৬ আগস্ট একই সময়ে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এর আগে গত বছরের জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল নিউজিল্যান্ড।

জিম্বাবুয়ে স্কোয়াড:
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, চিভাবা, ক্রেইগ আরভিন, হ্যামিল্টন মাসাকাদজা, প্রিন্স মাসভারে, পিটার মুর, রিচমন্ড মুতুমবামি, মুজারাবানি, মুটিজাওয়া, নাজাবুলা, ডোনাল্ড তিরিপানো, শন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।