ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাসেক্স অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাসেক্স অধিনায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ‘হি ইজ এ্যা ভেরি স্পেশাল বোলার’। এসেক্সের বিপক্ষে জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানকে এভাবেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সাসেক্স অধিনায়ক লুক রাইট।

আইপিএল জয় করার পর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখেন মোস্তাফিজ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতের ম্যাচটিতে ব্যাটিং উইকেটে বল হাতে আগুন ঝরান ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। চার ওভারে ২৩ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। সাসেক্সের ছুঁড়ে দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৬ রান করতে সমর্থ হয় এসেক্স।

ম্যাচসেরা মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ লুক রাইট। বাংলাদেশের পেস সেনসেশনকে দলে পেয়ে বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেন ইংলিশ ব্যাটসম্যান, ‘মোস্তাফিজকে এখনে পেতে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। এখন আমরা দেখছি সে কেন এতোটা সময় নিয়েছিল। সে খুবই স্পেশাল বোলার। তার এমন পারফরম্যান্স দেখাটাও স্পেশাল ছিল। ’

‘গতকাল সে ফ্লাইটে উঠিছিল। সরাসরি এখানে এসেই এভাবে বোলিং করলো। আমার দলে একজন স্পেশাল ট্যালেন্ট পেয়েছি। ’-যোগ করেন রাইট।

এদিকে, এসেক্সের বিপক্ষে চোখ ধাঁধানো বোলিং প্রদর্শনের পর মোস্তাফিজ খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। শুক্রবারই (২২ জুলাই) যে সারের বিপক্ষে মাঠে নামছে সাসেক্স। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।