ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালো মোস্তাফিজের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালো মোস্তাফিজের দল

ঢাকা: বিশ্ব ক্রিকেট আবারো যেন জেগে উঠেছে মোস্তাফিজ বন্দনায়। তবে মোস্তাফিজের এমন পারফর্মের পরও হতাশ বাংলাদেশি সমর্থকরা।

কেননা দেশে বসে ইংল্যান্ডের মাটিতে মোস্তাফিজের ঝলক দেখতে পারেননি তারা। দেখতে পারেননি কাটার মাস্টারের জাদু আর প্রতিপক্ষের ব্যাটসম্যানদের অসহায় দৃষ্টি।

তবে খেলা সরাসরি না দেখেও স্যোশাল মিডিয়ায় সাসেক্সকে সমর্থন করায় সাসেক্স কর্তৃপক্ষ বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ থেকে উড়ে গিয়ে কোনো বাড়তি অনুশীলন ছাড়াই মোস্তাফিজকে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে হয়। মাঠে নামার আগে হিথ্রো বিমানবন্দর থেকে সোজা ক্লাবে নিজের লকারের সামনে ফটোসেশনে দাঁড়াতে হয় মোস্তাফিজকে। ক্যামেরার সামনে ফটোসেশন, আনুষ্ঠানিক পরিচিতি, ইউটিউব চ্যানেলের জন্য সাক্ষা‍ৎকার শেষে দ্রুতই তাকে মাঠে নামতে হয়।

একেবারে ভিন্ন কন্ডিশনে ভ্রমণক্লান্তি ভুলে গিয়ে বল হাতে তুলে নেন সাতক্ষীরার এই তরুণ। আর বল হাতে পেলে যে তিনিই মাঠের রাজা তা আবারো বিশ্বকে দেখিয়েছেন। অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৪ উইকেট নিয়ে খরচ করেছেন মাত্র ২৩ রান। তার দুর্দান্ত সব ডেলিভারিতে অসহায় ছিল রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকা এসেক্সের ব্যাটসম্যানরা। মোস্তাফিজের ১৫টি ডেলিভারি থেকে কোনো রানই তুলতে পারেননি তারা। ম্যাচ সেরার পুরস্কারও উঠে টাইগার এই পেসারের হাতে।

আর এমন দুর্দান্ত অভিষেক, এমন দুর্দান্ত পারফর্ম টেলিভিশনের পর্দায় দেখতে না পেরে বাংলাদেশে থাকা ক্রিকেটপ্রেমীরা বেজায় ক্ষুব্ধ। তবে, মোস্তাফিজের নতুন এই দলটিকে সমর্থন জানাতে ভুল করেননি বাংলাদেশিরা। যারা খেলা দেখতে পারেননি কিন্তু মোস্তাফিজদের সমর্থন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে সাসেক্স কর্তৃপক্ষ।

নিজেদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে সাসেক্স কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করছি সাসেক্সের ভক্তরা সবাই নিরাপদে বাসায় ফিরেছে। আমরা সকল সমর্থকদের ধন্যবাদ জানাই যারা স্যোশাল মিডিয়ায় সাসেক্সের ফলাফলের দিকে দৃষ্টি রেখেছিলেন, বিশেষ করে বাংলাদেশি সকল নতুন সমর্থকদের যারা গভীর রাত পর্যন্ত আমাদের সমর্থন করেছেন। #দ্য ফিজ’

পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়া সাসেক্সকে ২৪ রানের স্বস্তির জয় এনে দিয়ে ক্রিকেট বিশ্বকে আবারো বুঝিয়ে দিলেন, কেন প্রতিটা মুহূর্ত মোস্তাফিজকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছিল সাসেক্স।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।