ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানিদের দুর্বল পয়েন্ট জানে সাকলাইন: ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
পাকিস্তানিদের দুর্বল পয়েন্ট জানে সাকলাইন: ওয়াসিম ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে হেরে বিপর্যস্ত স্বাগতিক ইংল্যান্ড। প্রথম টেস্টে এক ইয়াসির শাহর ঘূর্ণিতেই শেষ হয়ে যায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে নেমেছে দুই দল। টস জিতে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড।

স্পিনেই এবার মিসবাহ-উল-হকের সফরকারী দলকে ঘায়েল করতে পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক ইংল্যান্ডের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। দ্বিতীয় টেস্টের একাদশে আছেন ইংলিশ স্পিনার মঈন আলি।

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরাম মনে করেন, সফরকারীদের হন্তারক হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক গ্রেট স্পিনার সাকলাইন। তিনি জানান, স্বল্প সময়ের জন্য ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক হয়ে কাজ করলেও সাকলাইনের উপস্থিতি ইংলিশদের দ্বিতীয় টেস্টে এগিয়ে রাখবে। এমনকি দলকে ভালো পারফর্মে মেজর কোনো ভূমিকাও রাখবেন সাকলাইন।

ওয়াসিম আরও জানান, সাকলাইন ইংলিশ স্পিনারদের থেকে সেরাটা বের করে নিয়ে আসতে সক্ষম। সে জানে কোথায় পাকিস্তানের ব্যাটসম্যানদের দুর্বল পয়েন্ট রয়েছে। তার অভিজ্ঞতা সঠিক ভাবে কাজে লাগালে ইংলিশরা সফরকারীদের চাপের মধ্যে রাখতে পারবে।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ১০ দিনের জন্য ইংল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন সাকলাইন। সেটিও শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য।

২০১৪ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান আরেক পাকিস্তানি গ্রেট স্পিনার মুস্তাক আহমেদ। এরপর থেকে আদিল রশিদ, মঈন আলিদের মতো স্পিনাররা কোনো কোচ ছাড়াই পারফর্ম করছিলেন।

দুসরা ডেলিভারির উদ্ভাবক সাকলাইনকে ভবিষ্যতে দলের সাথে পাকাপোক্তভাবে রেখে দেয়ার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। সাবেক তারকা এ স্পিনার পাকিস্তান টেলিভিশনের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্লেষক হিসেবে চুক্তিতে রয়েছেন।
 
সাকলাইন এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া সম্প্রতি তিনি সাইদ আজমলের অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর জন্য পিসিবি থেকে নিয়োগ পেয়েছিলেন। টেস্ট (৪৯) ও ওয়ানডে (১৬৯) মিলিয়ে ৪৯৬টি উইকেট পেয়েছেন এই স্পিনার, যেখানে সাদা পোশাকে তার রয়েছে ২০৮টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।