ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

ঢাকা: স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে নিজের তুলনায় যেন একটু লজ্জাই পেলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ২৯টি টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানের নামের পাশে নাম লেখান তিনি।

তবে, এমন কীর্তি গড়েও নিজেকে ব্রাডম্যানের সঙ্গে মেলাতে রাজী নন কুক।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে নেমে ইংলিশ এই দলপতি শতক হাঁকান। ১০৫ রান করে বিদায় নেন এই ওপেনার। তিন অঙ্ক ছুঁয়ে কুক তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। আর এতেই সেঞ্চুরি সংখ্যায় স্যার ডনকে ছুঁয়ে ফেলেন ইংলিশ এই ইনফর্ম ব্যাটসম্যান।

তবে, ব্র্যাডম্যান ২৯ সেঞ্চুরি করতে খেলেছিলেন ৫২ টেস্ট, যেখানে কুকের লাগে ১৩১ টেস্ট।

ব্রাডম্যানের সঙ্গে তুলনা না করার অনুরোধ জানিয়ে কুক বলেন, ‘এটা শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে আমার একটি শতক। প্রথম ইনিংসে রান করা সব সময় গুরুত্বপূর্ণ। সত্যিই আমি স্যার ডনের সঙ্গে তুলনায় কিছুটা বিব্রত। এই দুটির মধ্যে কোনো তুলনা হয় না। তিনি ২৯টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন আমার চেয়ে অর্ধেক কিংবা তারও কম ম্যাচ খেলে। তবে ভালো লাগছে সেঞ্চুরি সংখ্যায় ২৮ পেরোতে পেরেছি বলে। ’

মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে কুক আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। ইংলিশদের দলপতি হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়ে কুক ১১টি শতকের দেখা পেয়েছেন। তার আগে ইংলিশদের অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিংবদন্তি ব্যাটসম্যান গ্রাহাম গুচ ১১টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

এ নিয়ে টানা তিন টেস্টে কুককে আউট করলেন আমির। তবে, বিদায়ের অনেক আগে ৩১বার ফিফটির দেখা পেয়ে ইংলিশদের যেকোনো অধিনায়কের থেকে বেশি ৫০ এর উপরে রানের রেকর্ড গড়েছেন। তার আগে ইংলিশদের দলপতি হয়ে মাইক আথারটন ৩০বার ফিফটি প্লাস রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ারে কুকের রয়েছে ৪৯টি হাফ-সেঞ্চুরি।

শেষ হয়নি কুকের দুর্দান্ত সব রেকর্ড। অধিনায়ক হিসেবে দেশটির তৃতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের মধ্যদিয়ে ইংলিশদের ৫০ বারের মতো নেতৃত্ব দিচ্ছেন সাদা পোশাকে। দারুণ এই হাফ-সেঞ্চুরি করা কুকের উপরে শুধু রয়েছেন ৫৪ ম্যাচে নেতৃত্ব দেওয়া মাইক আথারটন এবং ৫১ ম্যাচে নেতৃত্ব দেওয়া মাইকেল ভন।

গত বছরের অক্টোবরে আবুধাবিতে এই পাকিস্তানের বিপক্ষে ২৬৩ করার পর আবারো তিন অঙ্কের দেখা পেয়েছেন কুক। মাঝে ১০টি টেস্ট পেরিয়ে গেছে। রানে ফিরতে পেরে কুক জানান, ‘একটু নির্ভার লাগছে। প্রথম ইনিংসের সেঞ্চুরি সব সময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। অনেক দিন পরেই আমি ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করলাম। ’
ক’দিন আগেই ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের করা কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে প্রথম ১০ হাজার রানের রেকর্ড ভেঙেছেন কুক।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।