ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার অলিম্পিক যাচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
প্রথমবার অলিম্পিক যাচ্ছেন শচীন

ঢাকা: ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসছে অলিম্পিক আসর। আর এই আসরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

ভারতের অলিম্পিক সংস্থা শচীনকে অলিম্পিকের শুভেচ্ছা দূত বানিয়েছে।

 

বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে শচীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণ পেয়ে যোগ দেবেন। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ক্রীড়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ শচীনকেও আমন্ত্রণ জানিয়েছেন।

এবারই প্রথম আমন্ত্রণ পেয়ে মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান আগামী ০২ আগস্ট রিও’র উদ্দেশে ভারত ছাড়বেন।

শচীনের ঘনিষ্ট একটি সূত্র জানায়, ‘এবারই প্রথম অলিম্পিকে যাচ্ছেন শচীন। সেখানে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সম্প্রতি তিনি মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতাল থেকে ব্রাজিলের মতো দেশে যাওয়ার আগে যে সব প্রতিষেধক টিকা নেওয়া দরকার, সেগুলো নিয়েছেন। ’

কিছুদিন আগেই লন্ডনের একটি হাসপাতালে শচীনের হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছে। এখন বেশ সুস্থ থাকায় ভারতীয় অ্যাথলেটদের প্রেরণা যোগাতে শচীন ব্রাজিলে যাচ্ছেন বলে জানানো হয়।

২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেটকে আবারো অন্তর্ভুক্ত করা হতে পারে। সেদিক থেকে শচীনের অলিম্পিক যাত্রা ইতিবাচকই হবে মনে করছেন বিশেষজ্ঞমহল।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।