ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজে উজ্জীবিত মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মোস্তাফিজে উজ্জীবিত মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার কাউন্টি লিগেও বেশ উজ্জ্বল মোস্তাফিজুর রহমান। অন্য সবার চেয়ে তিনি যে আলাদা সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই তার প্রমাণ দিয়েছেন ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আর দলকে জিতিয়ে।

এই বাঁহাতি পেসারের সাফল্যে পুরো দেশ যেমন গর্বিত, তেমনি জাতীয় দলের সতীর্থ মুমিনুল হক তাকে দেখে উজ্জীবিত।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে জাতীয় দলের ক্যাম্প। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি ২৮ ক্রিকেটারই ফিটনেস অনুশীলনে ব্যস্ত হোম অব ক্রিকেটে। সিপিএল খেলতে সাকিব আছেন ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে, কাউন্টি খেলতে মোস্তাফিজ ইংল্যান্ডে। এ দুই ক্রিকেটার দেশে না থেকেও আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শনিবার (২৩ জুলাই) অনুশীলন শেষে মুমিনুল জানান, ‘এটা ভাবতে ভালোই লাগে, আগে শুধু সাকিব ভাই দেশে-বিদেশে খেলতো, এখন মোস্তাফিজ খেলছে। ’

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমানকে উঁচুমানের ক্রিকেটার হিসেবে দেখেন মুমিনুল, ‘মোস্তাফিজকে এখন অন্যরকম উচ্চতার ক্রিকেটার বলে মনে হয়। ওকে এভাবে দেখতে ভালো লাগে এবং নিজের মধ্যেও আত্মবিশ্বাস জেগে ওঠে। ওরা যেরকম পারছে আমিও সেরকম স্বপ্নই দেখি। ’

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।