ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফলোঅনে পড়ে ধুঁকছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ফলোঅনে পড়ে ধুঁকছে ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

ঢাকা: অ্যান্টিগা টেস্টে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজ এখনও ৩০২ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে ২১ রানে হারিয়েছে এক উইকেট।

প্রথম ইনিংসে ২৪৩ রানে সবকটি উইকেট হারায় দলটি।

ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসের এক উইকেট হারিয়ে ৩১ রান করা ক্যারিবীয়রা ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি। ভারতীয় পেসার উমেষ যাদব ও মোহাম্মদ শামির বোলিং তান্ডবে নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় স্বাগতিকরা।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট। এছাড়া ৫৭ রান আসে শেন ডোরউইচের ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারলে আড়াইশ রানের আগেই সবকটি উইকেট হারা তারা। যাদব ও শামি চারটি করে উইকেট পান। দুটি ‍উইকেট দখল করেন লেগ স্পিনার অমিত মিশ্র।

এদিকে ফলোঅনে পড়ে দলীয় মাত্র দুই রানেই আউট হন আগের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ব্র্যাথওয়েট। তার উইকেটটি নিয়েছেন ইশান্ত শর্মা। ব্যাটিংয়ে অপরাজিত আছেন রাজেন্দ্র চন্দ্রিকা ও ড্যারেন ব্রাভো।

ভারত নিজেদের প্রথম ইনিংসে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি আর রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে আট উইকেট হারিয়ে ৫৬৬ রান করে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।