ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা থাকলেও আরেকটি অভিষেকের অপেক্ষায় মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
শঙ্কা থাকলেও আরেকটি অভিষেকের অপেক্ষায় মোস্তাফিজ

ঢাকা: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ইতিমধ্যে সাসেক্সের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমানের। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে দুটি ম্যাচ খেললেও এখনও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের হয়ে অভিষেক হয়নি তার।

একই সঙ্গে ওয়ানডে কাপে অভিষেকের শঙ্কা থাকলেও অপেক্ষায় রয়েছেন কোটি কোটি মোস্তাফিজের ভক্ত-সমর্থকরা।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে স্বপ্নের মতো অভিষেক হয়েছে কাটার মাস্টারের। নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা। তবে, নিজের দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। প্রথম ম্যাচে দলকে জেতালেও তার দ্বিতীয় ম্যাচে দল হেরেছিল।

এবার সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় লুক রাইটের নেতৃত্বাধীন সাসেক্স খেলতে নামবে। তবে এ ম্যাচটিও বাংলাদেশ থেকে সরাসরি কোথাও দেখা যাবে না।

চেল্টেনহামের কলেজ গ্রাউন্ডে গ্লস্টারশায়ারের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫০ ওভারের এই ম্যাচ খেলতে নামবে সাসেক্স। তবে, মাঠে মোস্তাফিজ থাকবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। এই কাটার মাস্টার ফের ইনজুরিতে পড়েছেন। এমন খবরই মিলছে! শনিবার অনুশীলনের সময় মুস্তাফিজের বাঁ কাঁধে চোট পাওয়ার খবর পাওয়া গেছে।

তবে, চোট কতটা গুরুতর সে বিষয়ে সাসেক্স কর্তৃপক্ষ কিছু না জানালেও তারা যে ম্যাচপ্রিভিউ দিয়েছে, সেখানে মোস্তাফিজের কথা আলাদা করেই বলা হয়। গ্রুপের বাকি চারটি ওয়ানডে ম্যাচের প্রতিটিতেই মোস্তাফিজকে খেলানোর কথা জানায় তারা। এমনকি তাদের সম্ভাব্য একাদশেও মোস্তাফিজের নাম রেখেছে।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে শোচনীয় অবস্থায় রয়েছে মোস্তাফিজের সাসেক্স। সাউথ গ্রুপে সবার নিচে আছে দলটি। আগের চার ম্যাচে ব্যাটিং ব্যর্থতা আর দুর্বল বোলিংয়ের কারণে তিন ম্যাচেই হেরেছে তারা। কোয়ার্টার ফাইনালের দৌড় থেকেও তারা অনেক দূরে। আরও চার ম্যাচ বাকি থাকলেও, এখন পর্যন্ত দলটির সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। ফলে, বলা যায় পরের রাউন্ড থেকে এক রকম ছিটকেই পড়েছে সাসেক্স।

তবু নতুন আশায় বুক বাধতে পারে সাসেক্স। মোস্তাফিজের অভিষেকের আশায় থাকতে পারেন তার অগনিত সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।