ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম ভেঙে জরিমানার কবলে আল আমিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
নিয়ম ভেঙে জরিমানার কবলে আল আমিন

ঢাকা: দুই মিনিটের জন্য দুই হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার আল আমিন হোসেনকে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার।

টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের নিয়ম ভেঙেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নিয়ম থেকে জানা যায়, কোনো খেলোয়াড় কন্ডিশনিং ক্যাম্পে দেরিতে উপস্থিত হলে তাকে আর্থিক জরিমানা করা হবে। শনিবার সকল ক্রিকেটারদের ক্যাম্পে রিপোর্ট করার কথা ছিল সকাল ৮ টায়।

কিন্তু আল আমিন নির্ধারিত সময়ের দুই মিনিট পর ক্যাম্পে পৌঁছান। তাই নিয়ম অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয় তাকে। সেখানেই জরিমানার অর্থ শোধ করেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি কাটিয়ে এখনও দেশে না ফেরায় স্থানীয় ট্রেনারের তত্ত্বাবধানে গত বুধবার (২০ জুলাই) থেকে মিরপুরে শুরু হয়েছে মাশরাফি-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প। অক্টোবরের ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ আগেভাগেই শুরু হয়ে যায় এবারের ক্যাম্পটি। যার জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ৩০ ক্রিকেটারকে।

তবে ক্যাম্পের শুরুতে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। কাউন্টি খেলতে ইংল্যান্ডে রয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান রুম্মান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।