ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিষেকের অপেক্ষা বাড়লো মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
অভিষেকের অপেক্ষা বাড়লো মোস্তাফিজের ছবি: সংগৃহীত

ঢাকা: শঙ্কাটাই সত্যিতে রূপ নিল! অনুশীলনে কাঁধে চোট পাওয়ার কারণে সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মোস্তাফিজুর রহমানের অভিষেকের অপেক্ষাটা বাড়লো। গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে একাদশে মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেয়নি সাসেক্স।

চেল্টেনহামের কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।  টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সাসেক্স অধিনায়ক লুক রাইট।

এর আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট লিগে অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জেতেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। যদিও এসেক্সেকে হারানোর পর সারের বিপক্ষে হারের স্বাদ নেয় সাসেক্স।

মোস্তাফিজের ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনো কিছু জানায়নি সাসেক্স টিম ম্যানেজমেন্ট। গ্লোচেস্টারশায়ার ম্যাচের সম্ভাব্য একাদশেও তার নাম ছিল। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দলে রাখা হয়নি।

ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা শোচনীয়ই বলা যায়। চার ম্যাচ শেষে তিনটিতেই হেরে তলানিতে অবস্থান করছে তারা।

লন্ডনের কেনিংটন ওভালে হ্যাম্পশায়ারের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে সাসেক্স। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এ ম্যাচে মোস্তাফিজের মাঠে নামা হবে কিনা সেই অপেক্ষায় কোটি টাইগার সমর্থক।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।