ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

পরীক্ষা দিতে প্রস্তুত নিষিদ্ধ হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
পরীক্ষা দিতে প্রস্তুত নিষিদ্ধ হাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ নিষেধাজ্ঞা শেষে আবারও বোলিং পরীক্ষা দিতে চলেছেন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চলতি মাসের শেষেই নিজের বোলিং পরীক্ষা দেবেন হাফিজ।

গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ের সময় হাফিজের ব্যাপারে রিপোর্ট করেন আম্পায়াররা। গল টেস্টের পর থেকে তাকে আইসিসি বোলিং থেকে নিষিদ্ধ করে।

আইসিসি থেকে দেওয়া হাফিজের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ১২ জুলাই। তবে, সফরকারী পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে থাকায় তার পরীক্ষা দেওয়ার সময় কিছুটা পেছানো হয়।

অবৈধ বোলিংয়ের দায়ে হাফিজকে গত বছর নিষিদ্ধ করা হয়। বোলিং অ্যাকশন পরিবর্তন করার পর পরীক্ষা দিতে প্রস্তুত হাফিজ এমনটি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানান, ‘দ্বিতীয় টেস্টের পর পরই তাকে বোলিং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। আশা করা হচ্ছে তিনি তৃতীয় টেস্টের আগেই পরীক্ষার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। ’

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পর পাকিস্তান ওয়ানডে সিরিজে লড়বে। যেখানে আরও বোলার দরকার জানিয়ে পিসিবির ওই কর্মকর্তা জানান, ‘প্রথম আমরা তাকে আন-অফিসিয়াল কোনো ল্যাবে পরীক্ষার জন্য পাঠাবো। এরপর আইসিসি স্বীকৃত ল্যাবে পাঠানো হবে। যত দ্রুত তা করা যায় আমার তার চেষ্টা করবো। কারণ, ইংল্যান্ডে অবস্থানরত দলে আরও বোলার প্রয়োজন হবে। ’

তিনি আরও যোগ করেন, ‘পিসিবি আগে নিশ্চিত হতে চায় হাফিজের বোলিং অ্যাকশন কতটা সঠিক হয়েছে। তার কনুইয়ের অবস্থান ঠিক আছে কিনা সেটিও লক্ষ্য করা হবে।   আইসিসির নিয়ম অনুযায়ী তার হাত ১৫ ডিগ্রির বেশি ভাঙে কিনা দেখতে চায় পিসিবি। ’

২০১৪ সালে প্রথমবার এবং ২০১৫ সালে দ্বিতীয়বার ৩৫ বছর বয়সী হাফিজকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

এখন পর্যন্ত ৪৮ টেস্ট খেলে হাফিজ ৫২ উইকেট শিকার করেছেন। ১৭৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১২৯টি। আর ৭৭ টি-টোয়েন্টি ম্যাচে হাফিজ পেয়েছেন আরও ৪৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।