ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মুরালিকে পাওয়া অজিদের জন্য বড় কিছু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
মুরালিকে পাওয়া অজিদের জন্য বড় কিছু ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার কাছ থেকেই ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এখন সেই অস্ট্রেলিয়ানরাই মুরালিধরনের শরণাপন্ন।

শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে অজিদের স্পিন শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছেন লঙ্কান এই গ্রেট।

ক’দিন আগে অস্ট্রেলিয়া দলের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন মুরালিধরন। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের আগে স্পিনে পরিপক্বতা আনতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগ। ২৬ জুলাই প্রথম টেস্টে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানান, দলের স্পিনাররা কলম্বোতে মুরালিধরনের কাছ থেকে অনেক কিছু শিখেছে। শ্রীলঙ্কায় তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তার ঝুলিতেও রয়েছে বহু উইকেট। তার মতো গ্রেট একজন বোলারের কাছ থেকে আমাদের স্পিনারদের সাহায্য পাওয়াটা বিরাট এক ব্যাপার।

২০১৩ সালে ভারতের বিপক্ষে উপ-মহাদেশে খেলতে এসে চারটি টেস্টেই পরাজিত হয়েছিল অজিরা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেও পরাজিত হয়েছিল তারা। এবারে উপ-মহাদেশের স্পিনিং উইকেটে মুরালিধরনের সাহায্য নিয়ে টেস্টে জয় চাই স্টিভেন স্মিথের দল। ১৯৯৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজে লঙ্কানদের জয়ের নায়ক ছিলেন মুরালি।

সাদা পোশাকে ৮০০ উইকেটের মালিক মুরালিধরন প্রসঙ্গে স্মিথ আরও জানান, ‘এই সিরিজে তার মতো একজনকে পাওয়াটা সত্যিই আনন্দের। ইতোমধ্যেই সে দলের সাথে দারুনভাবে মিশে গেছে। আর পুরো সময়টা সে দারুন উপভোগ করছে। ’

পাল্লেকেলের টেস্টের পর গলে ৪-৮ আগস্ট দ্বিতীয় ও ১৩-১৭ আগস্ট কলম্বোতে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।