ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে সবসময় অলরাউন্ডার ভাবি: অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
নিজেকে সবসময় অলরাউন্ডার ভাবি: অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেট বিশ্বকে চমক দেখালেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে সাত উইকেট দখল করেন তিনি।

আর এ কীর্তির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামের পাশে নাম লেখান ভারতীয় এই স্পিনার। বোথাম অবশ্য এমন কীর্তি দু’বার গড়েছিলেন।

 

ভারতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথমবার ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। যেখানে নেমে তিনি টেস্টের তিন নম্বর সেঞ্চুরির দেখা পান। সেই সঙ্গে দেশের বাইরেও এটি তার প্রথম সেঞ্চুরি।

অশ্বিন জানান, ‘ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে আসলে আমি বিস্মিত হয়েছিলাম। কোহলি অবশ্য আমাকে সকালেই ছয় নম্বরে ব্যাটিংয়ে নামার জন্য বলে, যেটি আমার দারুণ পছন্দ হয়েছিল। আর আমি নিজেকে প্রমাণও করেছি। নিজেকে আমি সবসময় অলরাউন্ডারই ভাবি। ’

অশ্বিন প্রথম ইনিংসে ২৫৩ বল মোকাবেলা করে ১১৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এছাড়া তিনি অধিনায়ক কোহলির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১৬৮ রানের কার্যকরী জুটি গড়েন।

প্রথম টেস্টে ভারত ইনিংস ও ৯২ রানে জয় পায়। খেলায় অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করা অশ্বিন ম্যাচ সেরার পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।