ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে ভিভ পুত্রের উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
কোহলিকে ভিভ পুত্রের উপহার ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর বিরাট কোহলিকে প্রশংসার জোয়ারে ভাসান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডস। এবার ভারতীয় ব্যাটিং সেনসেশনের প্রশংসায় মাতলেন ভিভ পুত্র মালি রিচার্ডস।

শুধু তাই নয়, রেকর্ড গড়া ইনিংসের পর কোহলির উদযাপনের একটি অঙ্কিত চিত্রের ছবি উপহার দিয়েছেন তিনি।

অ্যান্টিগা টেস্টে (২১-২৪ জুলাই) ক্যারিবীয়দের ইনিংস ও ৯২ রানের বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবায় টিম ইন্ডিয়া। এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে তিন হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি এবং ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান। আগামী ৩০ জুলাই জ্যামাইকায় চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে।

১৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রিচার্ডস জুনিয়র টিম হোটেলে গিয়ে কোহলির সঙ্গে দেখা করে ছবিটি প্রদর্শন করেন। যেটি তৈরি করেন তিনি নিজে ও তার আর্টিস্ট বন্ধু। এ সময় ৬৪ বছর বছর বয়সী ভিভ রিচার্ডসও উপস্থিত থেকে ক্যামেরাবন্দী হন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল সংবাদমাধ্যমকে রিচার্ডস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোহলির প্রথম ডাবল সেঞ্চুরিটি স্মতিরক্ষা করবো যা সে অ্যান্টিগায় অর্জন করে। একদিনের মধ্যে পুরো পেইন্টিং প্রস্তুত করা হয়েছে এবং এখানে এসে তার কাছে উপস্থাপন করেছি। ’

বিসিসিআই তাদের অফিসিয়াল টু্ইটার পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘স্যার ভিভ রিচার্ডসের ছেলে কোহলির ভক্ত। মালি রিচার্ডস ভারতীয় অধিনায়ককে একটি পেইন্টিং গিফট করেছে। ’

এর আগে কোহলির দুর্দান্ত ইনিংসটিকে ‘ম্যাগনিফিসেন্ট’ ও ‘ক্লাসিক নক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ভিভ রিচার্ডস, ‘আমি মনে করি এটা ছিল ম্যাগনিফিসেন্ট হান্ড্রেড। স্যার ভিভিয়ান রিচার্ড ক্রিকেট গ্রাউন্ডে ডাবল সেঞ্চুরি করাটা দুরূহ কাজ যা সে অর্জন করে ফেলেছে। একজন ব্যাটসম্যান হিসেবে তা দেখাটা ছিল আনন্দদায়ক যদিও তা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল। আমি তার ক্লাস এবং ক্লাসিক নকের প্রশংসা করি। ’ 

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।