ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাহাদকে মুশফিকের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ফাহাদকে মুশফিকের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতায় চমক দেখিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। আর তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম।

মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে ফাহাদ অর্জন করেন মোট ৮ পয়েন্ট। সাতটি জয়ের সাথে তার ছিল দুটি ড্র। বাংলাদেশের ফাহাদকে হারাতে পারেনি কেউ। ফলে, অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি।

আর বাংলাদেশের প্রথম খুদে এই ফিদে মাস্টারকে অভিনন্দন জানাতে গিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সাত জয় আর দুটি ড্র নিয়ে দুবাই ওপেন দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান! অভিনন্দন চ্যাম্পিয়ন!’

Bangladesh's young chess player Fahad Rahman became unbeaten champion in Dubai Open Chess tournament! Congratulations young boy!

চ্যাম্পিয়ন হওয়া ফাহাদ পাবেন ২ হাজার ইউএস ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা) ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ। এছাড়াও একটি সোনার পদক পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।