ঢাকা: রাবাদাময় সিএসএ (ক্রিকেট সাউথ আফ্রিকা) অ্যাওয়ার্ডস বললেও ভুল হবে না! দক্ষিণ আফ্রিকার প্রথম খেলোয়াড় হিসেবে সিএসএ’র বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাই ছয়টি পুরস্কার জিতে নিয়েছেন কাগিসো রাবাদা। ছাড়িয়ে গেছেন এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলাকে।
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটিও ওঠে রাবাদার হাতে। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রধান পুরস্কারটি জেতার গৌরব অর্জন করেন ২১ বছর বয়সী এ ডানহাতি পেসার। বড় অ্যাওয়ার্ডের মধ্যে শুধুমাত্র টি-টোয়েন্টির বর্ষসেরার ট্রফি জেতেননি রাবাদা। যা লুফে নেন লেগস্পিনার ইমরান তাহির।
এছাড়া টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার, ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার, প্লেয়ারস’ প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার ও টি-২০ ডেলিভারি অব দ্য ইয়ার এ পাঁচটি অ্যাওয়ার্ডও রাবাদার দখলে।
অন্যদিকে, সেরা নবাগত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন একটি টেস্ট খেলা ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান স্টিফেন কুক। সেঞ্চুরিয়ানে চলতি বছরের জানুয়ারিতে তার আন্তার্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে প্রথম ইনিংসেই তিনি সেঞ্চুরি উদযাপনে মেতেছিলেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল রাবাদার। প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতেই হ্যাটট্রিকসহ ছয়টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। এখন পর্যন্ত ২০ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট। ছয় টেস্টে ২৪ আর ১৬টি টি-টোয়েন্টিতে ২২টি উইকেট লাভ করেছেন উদীয়মান এ ফাস্ট বোলার।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমআরএম