ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-নাসিরের গোলে সাবেকদের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মুশফিক-নাসিরের গোলে সাবেকদের হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফিটনেস অনুশীলনে ফুটবল ম্যাচ ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার ফটবলেই কেটেছে মাশরাফি-মুশফিকদের ফিটনেস অনুশীলন।

তবে এবার নিজেদের মধ্যে নয়, সাবেক জাতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলেছে জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা। বুধবার (২৭ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিম ও নাসির হোসেনের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে জাতীয় দল।

মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রকিবুল, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুলদের প্রতিপক্ষ হিসেবে সাবেকদের হয়ে মাঠে নামেন আকরাম খান, হাবিবুল বাশার, জাভেদ ওমর, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ, সানোয়ার, হান্নান সরকাররা।

বর্তমানে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। অক্টোবরে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সূচি অনুযায়ী ৭, ৯ ও ১২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ অক্টোর প্রথম টেস্ট শুরু হবে। আটদিন পর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।