ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের কাউন্টি শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
মোস্তাফিজের কাউন্টি শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: শেষ পর্যন্ত শঙ্কাটাই দুঃসংবাদ বয়ে আনলো! কাঁধের ইনজুরির কারণে কাউন্টি ক্রিকেট থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। সাসেক্সের হয়ে এ মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স। কবে নাগাদ মোস্তাফিজ দেশে ফিরবেন সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুশীলনে বাঁ কাঁধে চোট পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। ম্যাচ খেলার মতো ফিট হবেন কিনা তা নিশ্চিতে এ সপ্তাহেই একটি এমআরআই স্ক্যান করানো হয়। কিন্তু রিপোর্টে ভালো কিছু যায়নি। কাঁধে স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে বলে জানা যায়।

এদিকে, মোস্তাফিজের চিকিৎসা সম্পর্কে নিশ্চিত হতে আরেকটি এমআরআই টেস্ট করানো হবে বলে বুধবার (২৭ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার বক্তব্যেই ওঠে আসে সাসেক্সের হয়ে বাংলাদেশের পেস সেনসেশনের না খেলার সম্ভাবনার কথা, ‘মোস্তাফিজের আরেকটি এমআরআই করানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতে বিসিবির ডাক্তার-ফিজিওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। সাসেক্সের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম মোস্তাফিজের। ’

মোস্তাফিজের চিকিৎসা ব্যয় নির্বাহ প্রসঙ্গে জালাল ইউনুস জানান, ‘সাসেক্সের সঙ্গে কিভাবে চুক্তি হয়েছিল সেটি আগে জানতে হবে। যদি চুক্তির মধ্যে থাকে তাহলে সাসেক্স করবে। আর তা না হলে বিসিবিই চিকিৎসার সব খরচ বহন করবে। ’

গত ২১ জুলাই কাউন্টি ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেকেই নায়কের আসনে বসেন ‘কাটার মাস্টার’। দুর্দান্ত বোলিংয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। চার ওভারে ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন ২০ বছর বয়সী এ বোলিং বিস্ময়। তবে সারের বিপক্ষে পরের ম্যাচে হারের স্বাদ নেয় সাসেক্স।

টি-২০ ব্লাস্ট লিগে দুই ম্যাচ খেলে ফেললেও মোস্তাফিজের রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অভিষেকের অপেক্ষাটা দীর্ঘায়িত হলো। ইনজুরির কারণে গ্লোচেস্টারশায়ারের পর হ্যাম্পশায়ারের বিপক্ষেও মাঠে ‍নামছে মোস্তাফিজহীন সাসেক্স। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভারতে অনুষ্ঠিত আইপিএল জয় করে হ্যামস্ট্রিং ইনজুরি ও কাঁধের হালকা চোট নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষেই তাকে ইংল্যান্ডে যাওয়ার ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সাসেক্সের জার্সি গায়ে কাউন্টি ক্রিকেট অভিযানের শুরুতেই ইনজুরি সঙ্গী করে তাকে দেশে ফিরতে হচ্ছে!

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমআরএম

** মোস্তাফিজের আরেকটি এমআরআই পরীক্ষা
** সুসংবাদ নেই মোস্তাফিজের রিপোর্টে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।