ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে দু’টি ঘরোয়া টি-টোয়েন্টির আসর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ইংল্যান্ডে দু’টি ঘরোয়া টি-টোয়েন্টির আসর!

ঢাকা: ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের মাটিতে বসবে আরেকটি টি-টোয়েন্টি লিগ। বর্তমানে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট চালু থাকলেও প্রথমবারের মতো ইংল্যান্ডের সৌজন্যে এক দেশে দুটি ঘরোয়া টি-টোয়েন্টির আসর দেখা যেতে পারে।

জনপ্রিয় টি-টোয়েন্টি ফরমেটের লিগ ভারতের ঘরোয়া ক্রিকেটে স্থান পেয়েছে আইপিএল নামে। বিশ্ব ক্রিকেট এর থেকে বেশি জনপ্রিয়তা আর বাণিজ্যিক লাভ দেখেনি। এই আইপিএলের আদলেই ইংল্যান্ডের মাটিতে ২০১৮ সালের আগেই বসবে দেশটির ক্রিকেট বোর্ড ভিত্তিক ভিন্ন কোনো টি-টোয়েন্টির আসর। যেখানে শহরভিত্তিক দল নতুন নামে অংশ নেবে।

ইতোমধ্যেই বাংলাদেশে বিপিএল, পাকিস্তানে পিএসএল, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল, অস্ট্রেলিয়ায় বিগব্যাশি আর শ্রীলঙ্কায় এসপিএল জমে উঠেছে। সম্প্রতি জিম্বাবুয়ে তাদের ঘরোয়া লিগে টি-টোয়েন্টির এমন আসর করবে বলে জানিয়েছে।

এদিকে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের মধ্যে আইপিএলের আদলে তারাও টি-টোয়েন্টি লিগের আয়োজন করবে। সে বছরের শুরুর দিকে এই লিগ মাঠে গড়াবে বলে আশা প্রকাশ করে দেশটির ক্রিকেট বোর্ড। তারা আরও জানায়, এই লিগ আয়োজিত হলে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট বন্ধ হবে না। ফলে একই বোর্ডের অধীনে চলবে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানানো হয়, আপাতত ১২টি দল নিয়ে মাঠে গড়ানো হতে পারে এই লিগটি। পরবর্তীতে দল বাড়ানো হবে। নন-ক্রিকেটীয় গ্রাউন্ড যেমন ওয়েম্বলি আর লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে লিগের ম্যাচ গুলো আয়োজনের চিন্তা ভাবনা চলছে। নতুন এই লিগে শেয়ারহোল্ডাররা দলগুলো কিনে নেবেন। খেলোয়াড় কেনা হবে নিলামের মাধ্যমে।
লিগের সম্প্রচার স্বত্ত্ব পেতে পারে স্কাই স্পোর্টস।

জানা যায়, বোর্ড থেকে প্রাথমিকভাবে প্রস্তাব শহরভিত্তিক দলগুলোকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, চলতি বছরের শেষ দিকে এই লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সেপ্টেম্বরে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে কাউন্টির দলগুলো।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।