ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে এগিয়ে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে এগিয়ে লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয়েও তৃতীয় দিন শেষে ১৯৬ রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। মাঝে সফরকারী অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২০৩ রানে।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো লঙ্কানদের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে অজিদের।

পাল্লেকেলেতে প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট হওয়া স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৮২ রান। হাতে চার উইকেট রেখে তৃতীয় দিন খেলা শেষের আগে ৮০ ওভার ব্যাট করে তাদের লিড ১৯৬ রান।

প্রথম ইনিংসে অজি বোলার নাথান লিওন এবং হ্যাজেলউডের তিনটি করে উইকেট তুলে নেন। লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ ২৪ রান আসে অভিষিক্ত ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজিরা মাত্র ৮৬ রানের লিড নিতে পারে।

সফরকারীদের হয়ে অ্যাডাম ভোজেস ৪৭, মিচেল মার্শ ৩১, দলপতি স্টিভেন স্মিথ ৩০, উসমান খাজা ২৬ রান করেন। স্বাগতিকদের হয়ে চারটি করে উইকেট দখল করেন রঙ্গনা হেরাথ এবং অভিষিক্ত সান্দাকান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের তিন টপঅর্ডার ব্যর্থ হন। পেরেরা ৪, কুশল সিলভা ৭ আর করুনারত্নে ০ রানে বিদায় নেন। চার নম্বরে নামা কুশল মেন্ডিস খেলেন ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস। তার অপরাজিত এই ইনিংসে ২০টি চারের পাশাপাশি রয়েছে একটি ছক্কার মার।

তাতেই মেন্ডিস গড়েছেন ছোট্ট রেকর্ড। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলম্বোতে সর্বোচ্চ ১৩৭ রান করেছিলেন অশঙ্কা গুরুসিনহা। সে রেকর্ড ভেঙে এখন কুমার সাঙ্গাকারার রেকর্ডের পেছনে ছুটছেন মেন্ডিস। অজিদের বিপক্ষে সর্বোচ্চ ১৯২ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। আর মাত্র দুই রান করলে পাল্লেকেলের এই ভেন্যুতে পাকিস্তানের ইউনিস খানের করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও টপকে যাবেন মেন্ডিস। আগের ৬ টেস্টের ক্যারিয়ারে তার ইনিংস সর্বোচ্চ রান ছিল ৫৩। এই ইনিংসে ১৪৩ বল মোকাবেলা করে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

আরও একটি রেকর্ড গড়েছেন মেন্ডিস। সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান এখন তিনিই। ২১ বছর ১৭৭ দিন বয়সে তিনি ভেঙেছেন রমেশ কলোথারানার ২৪ বছরের রেকর্ড। ১৯৯২ সালে কলম্বোয় রমেশ তার অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন ২২ বছর ২৬৭ দিন বয়সে।

এছাড়া, ম্যাথুজ ৯, চান্দিমাল ৪২ আর ধনঞ্জয় ডি সিলভা ৩৬ রান করে বিদায় নেন।

এর আগে উপমহাদেশের উইকেটে ২০০ রানের বেশি তাড়া করে মাত্র একবারই টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টে জয় তুলে নেয় অজিরা। তবে, এবার শ্রীলঙ্কার দেওয়া লিড আরও বাড়লে তা টপকে যেতে রেকর্ড গড়তে হবে সফরকারী অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।