ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ নিক পোথাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ নিক পোথাস ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিক পোথাসকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতি লঙ্কান বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৮ আগস্ট থেকে কাজ শুরু করবেন তিনি।

সবশেষ লিচেস্টারশায়ার কাউন্টির একাডেমি ডিরেক্টর পদে ছিলেন পোথাস। তার আগে আইসল্যান্ডের গার্নসে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করেন।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। আগামী ৪ আগস্ট গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ ম্যাচের পরই লঙ্কান টিমে যোগ দেওয়ার কথা পোথাসের।

এসএলসি প্রেসিডেন্ট থিলান্ডা সুপাথিপালা বলেন, ‘গত কয়েক ম্যাচে দলের ব্যাটিং ও বোলিংয়ের উন্নতি প্রদর্শিত হয়েছে। যাই হোক, আমাদের ফিল্ডিংয়ের মান নিচের দিতে যাচ্ছে। পোথাস টিমের সঙ্গে যোগ দিয়ে এদিকটাতেই সাপোর্ট দেবেন। ’

খেলোয়াড়ী জীবনে প্রোটিয়াদের হয়ে ২০০০ সালে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ৪২ বছর বয়সী পোথাস। এরপর তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৮ ম্যাচে তার রান সংখ্যা ৪০.৮৫ গড়ে ১১৪৩৮। ৬১টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২৪টি সেঞ্চুরি। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে পাঁচশটিরও অধিক ক্যাচ গ্লাভসবন্দি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।