ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাবর্তনের ম্যাচে ছন্নছাড়া স্বাগতিক জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
প্রত্যাবর্তনের ম্যাচে ছন্নছাড়া স্বাগতিক জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ের দৈন্যদশা দ্বিতীয় দিনের মতো বজায় থাকলো। স্বাগতিক হয়ে টেস্ট খেলতে নেমে নিজেদের মাটিতে বাজে পরিস্থিতিতে পড়তে যাচ্ছে জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিন শেষে সফরকারী নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ইতোমধ্যে ১৫১ রানের লিড নিয়েছে।

প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সফরকারী নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে তুলেছে ৩১৫ রান। দলের হয়ে শতক হাঁকান ওপেনার টম ল্যাথাম। আর ৯ রানের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হন দলপতি কেন উইলিয়ামসন।

আগে ব্যাট করা জিম্বাবুয়ে কিউইদের বাঁহাতি পেসার নেইল ওয়াগনারের কাছেই বড় সংগ্রহ গড়তে পরাজিত হয়। একাই ৬টি উইকেট তুলে নেন এই পেসার। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন দশ নম্বরে নামা তিরিপানো। টপঅর্ডারের ব্যর্থতার দিন সাত নম্বরে নামা প্রিন্স মাসভোর করেন ৪২ রান।

এছাড়া, চিভাবা ১৫, মাসাকাদজা ১৫, আরভিন ১৩, উইলিয়ামস ১, সিকান্দার রাজা ২২ রান করে বিদায় নেন।

কিউইদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আগের দিনে বিনা উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করে সফরকারী নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল ১৪ এবং টম ল্যাথাম ১৬ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন গাপটিল ৪০ রান করে বিদায় নিলেও ল্যাথাম করেন ১০৫ রান। দলপতি উইলিয়ামসন করেন ৯১ রান।

এছাড়া, রস টেইলর ৩৮ রান করে অপরাজিত রয়েছেন।   নিকোলাস ১৮ রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় দিন টেইলরকে সঙ্গ দেবেন ৫ রানে অপরাজিত থাকা ইশ সোধি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।