ঢাকা: কাঁধের ইনজুরিতে আক্রান্ত মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার সেরা সার্জন দিয়ে করানোর জন্য কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এরই মধ্যে ইংল্যান্ডের দুইজন ও অস্ট্রেলিয়ার একজন সার্জন সম্পর্কে খোঁজ-খবর নিয়েছে বিসিবি।
তবে শেষ পর্যন্ত কার কাছে মোস্তাফিজের অস্ত্রোপচার করানো হবে সেই সিদ্ধান্ত সোমবার নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার (৩০ জুলাই) মিরপুরে মোস্তাফিজের অস্ত্রোপচার প্রসঙ্গে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘এই কয়েকটা দিন আমরা মোস্তাফিজের রিপোর্ট কয়েক জায়গায় পাঠিয়েছি। আমরা চাচ্ছি সেরা সার্জনকে দিয়ে অপারেশনটা করাতে। এর মাঝে ইংল্যান্ডে আমরা দু’জনের খোঁজ পেয়েছি-যারা ওখানকার বেস্ট সার্জন। একজন টনি কোচার আরেকজন ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্ক। যেহেতু আজ শনিবার, কাল রোববার সেহেতু তাদের সাথে যোগাযোগ করতে একটু সমস্যা হচ্ছে। সোমবারের মধ্যে সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা কার কাছে মোস্তাফিজের অপারেশনটা করাবো। অস্ট্রেলিয়াতেও আমরা যোগাযোগ করেছি। তাই আমাদের অপশন তিনটা। ’
তবে, মোস্তাফিজ ইংল্যান্ডে অবস্থান করায় সেখানকার দুই নামকরা সার্জন টনি কোচার অথবা লেনার্ড ফাঙ্ক’কে মোস্তাফিজের অস্ত্রোপচারের জন্য বেছে নিতে পারে বিসিবি।
এ ব্যাপারে জালাল ইউনুস জানান, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে আর মোস্তাফিজও সেখানে অবস্থান করছে তাতে অপশনটা ইংল্যান্ডের দিকেই বেশি। আর ইংল্যান্ডের ডাক্তাররাও তার রিপোর্টগুলো দেখেছে। ’
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এসকে/এমআরপি