ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে ১৭৮ বলে ৪ রান!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
রেকর্ড গড়ে ১৭৮ বলে ৪ রান! ছবি:সংগৃহীত

ঢাকা: দলকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়ে গেলেন পিটার নেভিল ও স্টিভ ও’কিফ। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হলো না।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হেরে গেল অস্ট্রেলিয়া। তবে এরই মধ্যে সবচেয়ে লো-রান রেটের জুটির রেকর্ড গড়ে ফেললেন নেভিল ও ও’কিফ। দু’জনে মিলে ১৭৮ বলে মাত্র ৪ রান করেন। তাদের রান রেট ছিল ০.১৩।

১০৬ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে ২৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধ্বস নামে অজি ব্যাটিংয়ে। এক স্টিভেন স্মিথ ছাড়া কেউই হাফ-সেঞ্চুরি করতে পারেননি। আর ম্যাচের শেষ দিকে সফরকারীরা যখন আশা ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই যুদ্ধ শুরু করেন সাত ও ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা নেভিল-ও’কিফ জুটি।

নেভিল ১১৫ বলে এক চারে নয় রান করেন। আর ও’কিফ ৯৮ বলে চার রান করেন। স্পিনার ও’কিফের চার রান আসে আবার একটি বাউন্ডারির সাহায্যেই। এই জুটি রেকর্ড ভাঙেন দক্ষিণ আফ্রিকান হাশিম আমলা ও এবি ডিভিলিয়ার্সের। গত বছরের ডিসেম্বরে প্রোটিয়া দুই তারকা ভারতের বিপক্ষে ২৫৩ বলে ২৭ রান করেন। সেই জুটির রান রেট ছিল ০.৬৪।

তৃতীয় রেকর্ডটি নিউজিল্যান্ডের হ্যারিস আর রিচার্ডসনের জুটিতে। তারা ১২৫ বলে করেছিলেন ১৬ রান, রানরেট ০.৭৬। ২০০২ সালে ভারতের বিপক্ষে তাদের এই জুটিটি হয়েছিল। আর চতুর্থ রেকর্ড জুটিটি ১০০ বলে ১৪ রানের। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যেটি গড়েছিলেন জিম্বাবুয়ের ক্যাম্পবেল-হিথ স্ট্রিক, রান রেট ছিল ০.৮৪।

পঞ্চম রেকর্ড জুটিটি গড়েন এবিডি ভিলিয়ার্স আর কাইল অ্যাবোট মিলে। ২০১৪ সালে অজিদের বিপক্ষে ০.৯১ রানরেটে ১৭৭ বল খেলে তারা করেছিলেন ২৭ রান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।