ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ থেকে বাদ ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ওয়ানডে সিরিজ থেকে বাদ ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়া নিজেদের প্রস্তুত করছে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। এরই মধ্যে লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আসন্ন ওয়ানডে সিরিজে নেই দলের সেরা ব্যাটসম্যানদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। ২৭ বছর বয়সী এই তারকার সঙ্গে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড এবং ট্রাভিস হেড।

১৫ সদস্যের দলের নেতৃত্বে থাকছেন যথারীতি স্টিভেন স্মিথ। দলে ঢুকেছেন মইসেস হেনরিকস এবং শন মার্শ।

ম্যাক্সওয়েল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রি-দেশিয় সিরিজে দলের একাদশে ছিলেন। সেই সিরিজে ৫টি ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বল হাতে তিন উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। একটি ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। বাকি চার ইনিংসের স্কোরগুলো ছিল ৪, অপরাজিত ৪৬, ৩ এবং ০।

২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর থেকে দলের সীমিত ওভারের প্রায় সব ম্যাচেই ছিলেন তিনি। প্রথমবারের মতো বাজে পারফর্মে দল থেকে বাদ পড়লেন ৬৭টি ওয়ানডে খেলা এই মারমুখি ব্যাটসম্যান। ১২৫.৭৪ স্ট্রাইকরেটে তিনি ওয়ানডেতে একটি শতক আর ১৩টি অর্ধ-শতক হাঁকিয়েছেন।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজেলউড, মইসেস হেনরিকস, উসমান খাজা, মিচেল মার্শ, শন মার্শ, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

লঙ্কানদের বিপক্ষে ২১ আগস্ট প্রথম ওয়ানডেতে নামবে অস্ট্রেলিয়া। ২৪, ২৮ ও ৩১ আগস্ট পরের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে স্মিথ বাহিনী। ০৪ সেপ্টেম্বর নিজেদের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে অজিরা। এরপর ০৬ ও ০৯ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।