ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গুরুতর অসুস্থ ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
গুরুতর অসুস্থ ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ হানিফ মোহাম্মদ (বায়ে)/ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছর আগে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৮১ বছর বয়সী এ ব্যাটিং লিজেন্ড।

শ্বাসকষ্টজনিত কারণে রোববার (৩১ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘ডন’।

দুই সপ্তাহ শ্বাস-প্রশ্বাস সমস্যার সঙ্গে লড়াইয়ের পর হানিফকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লন্ডনে তার সার্জারি করার পর তা রোগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সময়ের সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে শোয়েব মোহাম্মদ।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সে চাকরি করেন শোয়েব। বাবার অসুস্থতা বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবশেষ বায়োপসি রিপোর্ট লন্ডনে ডাক্তারের কাছে পাঠিয়েছি। তিনি আমাদের বলেছেন পরবর্তী চিকিৎসার জন্য কেমোথেরাপি কার্যকরী হবে না। নতুন চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং তার পক্ষে অর্থের ব্যবস্থা করাটা কঠিন হবে। বর্তমান চিকিৎসা ব্যয় আগের চেয়ে দ্বিগুন। তার সুস্থতার জন্য আমরা সরকারের সাহায্য চাই। ’

এদিকে, হানিফ মোহাম্মদের ছেলের আবেদনে সাড়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি দেশের ক্রিকেট কিংবদন্তির চিকিৎসা বাবদ সব খরচ বহন করার নির্দেশ দিয়েছেন।

নিজের প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। রান ৪৩.৯৮ গড়ে ৩৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭০৫৯ রান। ব্যাটিং গড় ৫২.৩২।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।