ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রেনেগেডসে নেই গেইল, থাকছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
রেনেগেডসে নেই গেইল, থাকছেন ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে নতুন চুক্তি করেছে মেলবোর্ন রেনেগেডস। তবে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০১৬-১৭ আসরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলটিতে দেখা যাবে না ক্রিস গেইলকে।

গতবার ম্যাচ চলাকালীন সাইডলাইনে টিভি উপস্থাপিকা মেল ম্যাকলাফলিনের সঙ্গে বিতর্কিত সাক্ষাৎকারের জেরে গেইলেল সঙ্গে চুক্তি নবায়ন করেনি রেনেগেডস। ‘ক্যারিবীয় ব্যাটিং দানবের’ বিকল্প খুঁজছে তারা। টিমের দু’জন আন্তর্জাতিক খেলোয়াড়ের মধ্যে ব্রাভো একজন। এই টিমের হয়ে টানা তৃতীয় মৌসুমে মাঠে নামবেন ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার।

বিবিএলের ষষ্ঠ আসর সামনে রেখে টি-২০ বিশ্বকাপ জয়ী ব্রাভোর সঙ্গে এক বছর ও অজি তারকা ফিঞ্চকে আরো তিন বছরের জন্য নিশ্চিত করেছে রেনেগেডস। যিনি বর্তমান বিশ্বের দুই নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান।  

আগামী ২০ ডিসেম্বর বিগ ব্যাশের নতুন মৌসুমের পর্দা উঠবে। সিডনিতে উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার। দু’দিন পর নিজেদের প্রথম ম্যাচে থান্ডারের বিপক্ষে মাঠে নামবে মেলবোর্ন রেনেগেডস। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।