ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আকিবের কাছে নতুন কিছু শিখতে চান রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
আকিবের কাছে নতুন কিছু শিখতে চান রুবেল ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আপাতত এইচপি (হাই পারফরম্যান্স) ক্যাম্পে থাকা পেসারদের নিয়েই কাজ করছেন তিনি।

আগামী বুধ ও বৃহস্পতিবার-এ দু’দিন জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করবেন আকিব জাভেদ। টাইগার পেসার রুবেল হোসেন মুখিয়ে আছেন আকিবের কাছ থেকে নতুন কিছু শিখতে।

সোমবার (০১ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে রুবেল হোসেন বলেন, ‘পাকিস্তানি বোলাররা স্লগের দিক থেকে অতিরিক্ত মেধাবী থাকে। পাকিস্তানি বোলারদের দেখবেন স্লগে বেশিরভাগ সময়েই তারা সফল হয়। রিভার্স সুইং থাকে, অনেক বৈচিত্র্য থাকে। আমি আকিবের কাছে এই জিনিসটা একুট শেয়ার করবো। তার কাছ থেকে হয়তো নতুন কিছু শিখতে পারবো। তিনি যখন কাজ শুরু করবেন সেটা আমাদের জন্য ভালো টিপস হতে পারে। ’

এর আগে এইচপি’র পেসারদের ঘণ্টা প্রতি গতি ৫-৬ কিলোমিটারে উন্নীত করার লক্ষ্যের কথা জানান আকিব জাভেদ। সোমবার মিরপুরের একাডেমি মাঠে বোলিংয়ের রানআপ, ডেলিভারি, বল ছাড়ার পর দুই হাতের অবস্থান নিয়ে টিপস দিয়েছেন আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফুদ্দিন, শুভাশিষ রায়, আলাউদ্দিন বাবুসহ ক্যাম্পের অন্যান্য পেসারদের।     

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।