ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে ছিটকে গেছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
নিউজিল্যান্ড সিরিজে ছিটকে গেছেন ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: কনুইয়ের ইনজুরির কারণে নিউজ্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না এবি ডি ভিলিয়ার্স। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস।

পিঠের ইনজুরিতে ভোগা পেসার মরনে মরকেলের জায়াগায় ১৫ সদস্যের স্কোয়াডে ‍ফিরেছেন ওয়েন পারনেল, যিনি সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

মরকেল ও ডি ভিলিয়ার্সের পূর্ণ ফিটনেস ফিরে পেতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। দু’জনকেই সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়ার ব্যাপারে প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি।

ডারবানে আগামী ১৯ আগস্ট টেস্ট সিরিজ শুরু হবে। সেঞ্চুরিয়ানের (২৭-৩১ আগস্ট) সুপার স্পোর্ট পার্কে হবে দ্বিতীয় টেস্ট।

দ. আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ডিন এলগার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, ভারনন ফিল্যান্ডার, ডেন পিডট, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জিল।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।