ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের বাংলাদেশ সফর চূড়ান্তই রয়েছে: সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ইংলিশদের বাংলাদেশ সফর চূড়ান্তই রয়েছে: সুজন

ঢাকা: প্রায় সাড়ে ৬ বছর পর বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার বিষয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু সফর সূচি নিশ্চিত হওয়ার চার দিন পার না হতেই দেখা দেয় অনিশ্চয়তা।

ঢাকার গুলশানের একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। হলি আর্টিজান রেস্তোরাঁয় ওই নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলার পর সেই সফর নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

সফরকারী দলটিকে পূর্ণ নিরাপত্তা দিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম মানা হবে বলে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

রোববার (০৭ আগস্ট) তিনি জানান, আইসিসি’র নিয়মানুযায়ী ইংল্যান্ড দলের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা যথাযথভাবেই তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।

ইংলিশদের বাংলাদেশ সফর পরিকল্পনা অনুযায়ীই হবে বলে জানান বিসিবির সিইও। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে বিশ্বাস করেন তিনি। এর আগে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সফরে এসেও ফিরে গিয়েছিল ইংল্যান্ড। যদিও পরে আবার ফিরে এসে দুটি টেস্ট খেলে যায় ইংলিশরা।

তবে, বাংলাদেশে এসে হতাশ হয়ে ফিরে যাবার কোনো শঙ্কা নেই জানিয়ে বিসিবির সিইও যোগ করেন, ‘এখন পর্যন্ত ইংল্যান্ডের বাংলাদেশ সফর চূড়ান্তই রয়েছে। এ মাসের মাঝামাঝি ইংল্যান্ডের প্রি-ইন্সপেকশন টিম বাংলাদেশ সফর করবে। এরপর নিয়ম অনুযায়ী তারা রিপোর্ট করবে। তাতে শঙ্কার কোনো কারণ থাকার কথা নয়। ’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ০২ নভেম্বর থেকে সফরকারী দল তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচে অংশ নেবে। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গত বছর বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সফর বর্জন করে অস্ট্রেলিয়া। একইভাবে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয় অজিরা। কিন্তু, এশিয়া কাপের মেগা ইভেন্ট বাংলাদেশ আয়োজন করেছিল কোনো বাজে ঘটনা ছাড়াই। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর যতটা দক্ষ হাতে সম্পন্ন করেছে তা প্রশংসা  কুঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটে। বাংলাদেশকে ধন্যবাদ দিতে ভুল করেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ শাসক সংস্থা আইসিসি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।