ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড আসবে, আশাবাদী হ্যালসল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ইংল্যান্ড আসবে, আশাবাদী হ্যালসল

ঢাকা: সন্ত্রাসী হামলার কারণে পুরো বিশ্বজুড়েই চলছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, লন্ডন ও সর্বশেষ ভারতে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বহু সাধারণ মানুষ।

রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলাকে বিশ্বজনীন সমস্যা হিসেবে দেখছেন জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। তবে, ইংল্যান্ড দল পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ বিদেশি কোচ।

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে আজ যোগ দিয়েছেন হ্যালসল। মাশরাফি-মুশফিকদের নিয়ে ট্রেনিং সেশন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নিরাপত্তা প্রসঙ্গ ও ইংল্যান্ড সিরিজ নিয়ে হ্যালসল বলেন, ‘ইংল্যান্ড আসবে বলে আমি আশাবাদী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের যুবারা এখানে খেলে গেছে। ক্রিকেটের স্বার্থে তারা আসবে বলেই আমি আশাবাদী। ’

‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা বিছিন্ন কোনো ঘটনা নয়। দুঃখজনক হলেও সত্যি পুরো পৃথিবী জুড়েই সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। গত কয়েকদিনে জামার্নি, ফ্রান্স লন্ডন, ভারতে সন্ত্রাসী হামলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার ধারাবাহিকতা মাত্র। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ’ -যোগ করেন হ্যালসল।

বাংলাদেশে কাজ করতে কোনোরকম অস্বস্তি বোধ আছে কিনা-এমন প্রশ্নে হ্যালসল বলেন, ‘সত্যি কথা বলতে আমি তেমনটা মনে করছি না। আমি পেশাদার কোচ, এটা আমার চাকরি। ’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।