ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আরেকটি শিরোপার অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
আরেকটি শিরোপার অপেক্ষায় সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে বেশ দাপটের সঙ্গেই ফাইনাল নিশ্চিত করেছে জ্যামাইকা তালাওয়াস। এ দলে রয়েছেন বিশ্বের সেরা কয়েকজন তারকা ক্রিকেটার।

আর ফাইনালে দলটির প্রতিপক্ষ যখন গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স, তখন বেশ জমজমাট লড়াই হওয়ার আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

সোমবার (০৮ আগস্ট) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শিরোপা নির্ধারণী এ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে জ্যামাইকার নেতৃত্ব দিচ্ছেন ক্রিস গেইল ও অ্যামাজনকে খেলতে হবে রায়াদ এমরিতের অধীনে।

ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপার স্বাদ পেয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের শিরোপাও জিতেছিলেন এই টাইগার। প্রথম ও দ্বিতীয় আসরে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। আইপিএলের আসরে নির্বাচিত হয়েছিলেন সেরা অলরাউন্ডার। কলকাতার হয়ে দুইবার জিতেছেন শিরোপা। এবার সিপিএলের শিরোপার দ্বারপ্রান্তে এই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ‍অ্যামাজন ও জ্যামাইকা সেই গ্রুপ পর্ব থেকেই আধিপত্য বিস্তার করে আসছে। যেখানে অ্যামাজন ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল, হেরেছিল তিন ম্যাচে। অন্যদিকে জ্যামাইকা সমান তিন ম্যাচে হারলেও জয় পেয়েছে ছয়টিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

গ্রুপ পর্বের পর আসরের প্রথম কোয়ালিফাইংয়ে দেখা হয় দু’দলের। তবে সে ম্যাচে সাকিব-গেইল-রাসেলদের হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছিল তারকা শূন্য কিন্তু প্রতিভাবান দলটি।

প্রথম কোয়ালিফাইংয়ে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইংয়ে আন্দ্রে রাসেলের দুর্দান্ত সেঞ্চুরি ও সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করে জ্যামাইকা।

জ্যামাইকার সম্ভাব্য একাদশ: চাদউইক ওয়ালটন, ক্রিস গেইল (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, রোভম্যান পাওয়েল, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, জোনাথন ফো, ইমাদ ওয়াসিম, ওশানে থমাস, গ্যারি মাথুরিয়ান ও কেসরিক উইলিয়ামস।

অ্যামাজনের সম্ভাব্য একাদশ: ডোয়েন স্মিথ, নিক ম্যাডিনসন, ক্রিস লিন, জ্যাসন মোহাম্মদ, ক্রিস বার্নওয়েল, সোহেল তানভির, অ্যান্থোনি র্বামবেল, রায়াদ এমরিত, স্টিভেন জ্যাকবস, অ্যাডাম জাম্পা ও ভিরাস্যামি পারমল।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।