ঢাকা: জুবায়ের হোসেন লিখনের বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে প্রশ্ন নেই কারোরই। একজন লেগস্পিনারের আসল অস্ত্র গুগলি’তে বেশ পাকা এই তরুণ।
গুগলিতে পারদর্শী হয়েও ইয়াসির শাহ কিংবা অন্যান্য লেগস্পিনারদের মতো সাফল্য পাচ্ছেন না জুবায়ের। সমস্যা কোথায়? জুবায়ের নিজেই জানালেন সেটি, ‘আমার ওভারে দুই-একটা বল বাজে হয়। একটু বেশিই বাজে হয়ে যায়। ওই জিনিসগুলো নিয়ে কাজ করছি। বাজে বলগুলো কম করা এবং একটা জায়গায় ভালো বোলিং করার চেষ্টা থাকবে। ’
বোলিংয়ে দারুণ বৈচিত্র্য থাকলেও সাধারণ ডেলিভারিগুলোতেই সমস্যা হয়ে যাচ্ছে জুবায়ের হোসেন লিখনের। বাজে বলগুলো সহজেই সীমানাছাড়া করছেন ব্যাটসম্যানরা।
গত বছর ইয়াসির শাহ গুগলি শেখার ফাঁকে জুবায়েরকে নাকি ঠিক জায়গায় বল করার পরামর্শটাই দিয়ে গেছেন, ‘ইয়াসির শাহ আমার কাছে এসেছিল গুগলি শেখার জন্য। আমিও ওর সাথে একটু কথা বলেছিলাম। আমাকে বলেছিল, চেষ্টা করো ঠিক জায়গায় বোলিং করার। এখন থেকে অভিজ্ঞতা অর্জন কর, মানে শিখে নাও। যত তাড়াতাড়ি তুমি শিখতে পারবে তত তোমার জন্য ভালো হবে। ’
ইয়াসিরের পরামর্শ মেনে ঠিক জায়গায় বোলিং করার তাগিদ অনুভব করছেন জুবায়ের। ক্যারিয়ার নিয়ে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অন্য লেগস্পিনারদের মাঝেও, ‘এবার খুব ভালো লাগছে যে সবগুলো টিমেই একটা না একটা লেগ স্পিনার আছে। ইন্ডিয়া টিমে মিশ্র, পাকিস্তানে ইয়াসির শাহ তো খুবই ভালো বোলিং করছে। এটা আমার জন্য উৎসাহব্যাঞ্জক যে, সব টিমে লেগ স্পিনার খেলছে এবং ভালো করছে। উইকেট কিন্তু লেগ স্পিনাররাই নিচ্ছে সব দলে। এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। ’
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি