ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা একাদশে নেই ভারতীয় ক্রিকেট ঈশ্বর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
সেরা একাদশে নেই ভারতীয় ক্রিকেট ঈশ্বর! ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস তার দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশ গড়েছেন। যেখানে জায়গা হয়নি ওয়ানডে আর টেস্টের সর্বোচ্চ রান স্কোরার ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের।

শচীন না থাকলেও ওপেনার হিসেবে হেলসের সেরা একাদশে রয়েছেন আরেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেওয়াগ। তার সঙ্গে এই একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে ইংলিশদের বর্তমান দলপতি অ্যালিস্টর কুককে।

শচীন প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও নিজের একাদশের ওপেনারদের নিয়ে হেলস জানান, ‘আমার কাছে মনে হয় কুক-শেওয়াগ বিশ্বসেরা ওপেনার। তাদের ব্যাটিং কম্বিনেশনটাও বেশ জমবে। কারণ একজন ডানহাতি আর অন্যজন বামহাতি ব্যাটসম্যান। আর সম্প্রতি কুক সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ’

হেলসের একাদশে শেওয়াগ ছাড়া আর কোনো ভারতীয় জায়গা পাননি। তার দলে সর্বোচ্চ তিনজন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন। এছাড়া, ওয়েস্ট ইন্ডিজের দুইজন, শ্রীলঙ্কার দুইজন আর পাকিস্তান, দক্ষিণ আফিকা, ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার রয়েছেন।

হেলসের দলে অধিনায়ক হিসেবে রাখা হয় অজি সাবেক দলপতি রিকি পন্টিংকে। আর উইকেটের পেছনে দায়িত্ব দেওয়া হয় লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে।

হেলসের সর্বকালের সেরা একাদশ: অ্যালিস্টর কুক, বিরেন্দর শেওয়াগ, রিকি পন্টিং, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।