ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ বাড়ানোর তাগিদ আতাহারের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ম্যাচ বাড়ানোর তাগিদ আতাহারের আতহার আলী খান-ছবি:সংগৃহীত

ঢাকা: আয়ারল্যান্ড সফর সামনে রেখে বুধবার (১০ আগস্ট) থেকে মিরপুরে শুরু হয়েছে নারী ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। প্রথমদিনই ইনডোরে মেয়েদের অনুশীলন দেখতে ঢুঁ মারলেন আতহার আলী খান।

ধারাভাষ্যকার হিসেবেই সবাই তাকে চিনলেও নতুন পরিচয়ে ‘নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক’  ইনডোরে প্রবেশ আতাহারের।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান পুরুষ দলের নির্বাচক ছিলেন এক সময়।   এবার ‍নারী দলের প্রধান নির্বাচক।   চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কাজটাকে, ‘এটা ‍আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ। ধাপে ধাপে এগোতে চাই। লক্ষ্য থাকবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখার। জয়ের মুখটাও বেশি দেখতে ‍চাই। ’

ভালো পারফরম্যান্স করার পেছনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের ম্যাচ বাড়ানোর উপর জোর দিতে চান আতহার। এখন থেকে নারী ক্রিকেটে ম্যাচ আগের চেয়ে বাড়বে বলেও জানান তিনি। সেই সঙ্গে জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার রাখার জন্য ‘এ’ দল গঠনের ভাবনার কথাও জানান তিনি।

এসব প্রসঙ্গে আতহার আলী বলেন,  ‘ঘরোয়া ক্রিকেটে যদি আমরা বেশি ম্যাচ খেলাতে ‍পারি আমার মনে হয় একটা ফিল্ড তৈরী হয়ে যেতে পারে। তাতে করে নতুন নতুন প্লেয়ারদের পারফর্ম করে সহজে আসতে পারে।   ব্যাকআপ প্লেয়ার যাতে থাকে সেদিকে চোখ থাকবে।   ‘এ’ দল নিয়ে চিন্তা-ভাবনা করছি। ’

‘শুধু ঘরোয়া ক্রিকেট না বিদেশি টিম এনে খেলার সুযোগ করে দেয়া উচিত। বিসিবির কাছে আমার এসব ব্যাপারে প্রস্তাবনা থাকবে। ক্রিকেট  ক্যালেন্ডারের ব্যাপার আছে।   এটুকু বলতে পারি মাঠে মেয়েদের অংশগ্রহন আগের চেয়ে বাড়বে। ’-যোগ করেন আতহার।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।