ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ছবি:সংগৃহীত

ঢাকা: বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ২৫৪ রানে জিতে ২-০ ব্যবধানের সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। ৩৮৬ রানের টার্গেটে ব্যাট করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে সবকটি উইকেট হারায়।

 

নিউজিল্যান্ড-৫৮২/৪ডিক্লে ও ১৬৬/২ডিক্লে
জিম্বাবুয়ে ৩৬২ ও ১৩২ (৬৮.৪)

চতুর্থ দিন ৫৮ রানে তিন উইকেট হারানো স্বাগতিক জিম্বাবুয়ে শেষ দিন নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। সফরকারী বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট খোয়ায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার টিনো মাওয়ো। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ার ক্রেইগ আরভিন এদিন ২৭ রান করে আউট হন।

কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান স্পিনার ইশ শোধি ও মার্টিন গাপটিল। আর একটি করে উইকেট দখল করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেল ওয়াগনার ও মিচেল স্যান্টনার।

ম্যাচ সেরা হন জয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে স্পিনার ওয়াগনারের হাতে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।