ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মোস্তাফিজের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচারের আগে বাংলাদেশ সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন।

টেলিফোনে প্রধানমন্ত্রী এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন এবং তাকে সাহস যোগান।

প্রধানমন্ত্রী মোস্তাফিজকে জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে তিনি তার চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন।  

প্রধানমন্ত্রী মোস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীকে এ বাঁহাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

মোস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। ক্রিকেটপ্রেমী, ক্রীড়া ও ক্রীড়াবিদবান্ধব প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তাফিজ।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমইউএম/এসএইচ

**
মোস্তাফিজের অস্ত্রোপচারের আগে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।