ঢাকা: আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ইংল্যান্ডের সফর করার কথা। তবে, নিরাপত্তার বিষয়টি দেখভালের জন্য তা আগেই বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর নিরাপত্তা দল।
টাইগার পেসার মোস্তাফিজের অস্ত্রোপচারের জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ইংল্যান্ডের নিরাপত্তা দল বাংলাদেশ সফর করবে। আগামী ১৭ ও ১৮ আগস্ট সব বিষয় খতিয়ে দেখবে দলটির সদস্যরা ’
তবে, নিরাপত্তা দলের এই সফর নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই জানিয়েছেন পাপন। তাতে কোনো শঙ্কার কিছু নেই বলেও জানান বিসিবি সভাপতি।
আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। সফরের সূচি চূড়ান্ত হলেও গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিক নিহতের ঘটনায় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা দেখা দেয়। যদিও ইসিবি আসন্ন সিরিজ নিয়ে উদ্বেগের কথা জানায়নি।
পাপন জানান, সফরকারী ইংল্যান্ড দলের নিরাপত্তা নিশ্চিত করতে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো। আমার বিশ্বাস পরিকল্পনায় নিরাপত্তা দল সন্তুষ্ট হবে। তারা যদি অন্য কোনো পদক্ষেপের পরামর্শ দেয়, তাহলে আমরা সেগুলো নিয়েও কাজ করবো।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, সিরিজ আয়োজনের প্রস্তুতি, ভেন্যু ও হোটেলের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে পর্যবেক্ষক দল পাঠাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তিন সদস্যের পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছাবে আগামী ১৭ আগস্ট। পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন ইসিবির নিরাপত্তা পরামর্শক ও মেলবোর্ন পুলিশের সাবেক কমকর্তা রেগ ডিকসন।
বাংলাদেশে আসার আগে ভারত সফর করছে পর্যবেক্ষক দলটি। নভেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফরের কথা রয়েছে। ০২ নভেম্বর বাংলাদেশ থেকে সরাসরি ভারত যাবে ইংলিশরা। সে জন্য ভারতের বেশ কয়েকটি শহরে পর্যবেক্ষক দল তাদের নিজস্ব কাজগুলো করে বাংলাদেশে আসবেন।
দিল্লী থেকে ১৭ আগস্ট ঢাকায় আসবে পর্যবেক্ষক দলটি। তাই ডিকসনের রিপোর্টের উপর অনেকটা নির্ভর করছে আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি। ডিকসনের রিপোর্টকে ভিত্তি করেই ব্রিটিশ সরকারের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরপি