ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করে শুক্রবার (১২ আগস্ট)  ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বিমানবন্দরে নেমে আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘বাংলাদেশ এখন খুবই ভালো একটি দল।

আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। ইংল্যান্ডের বিপক্ষে জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। সেটি টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই। ’

সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের শিরোপা জয়ের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘দলটা অনেক ভালো ছিল। দলে অনেক পারফরমার। এ জন্য চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়েছে। সব মিলিয়ে ভালো কেটেছে ওখানে। ’

আন্তর্জাতিক ক্যারিয়ার ১০ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে সাকিব জানান, ‘এই ১০ বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরেছি। সামনের দিনগুলোতে যেন ভালো খেলতে পারি সেটিই আশা করি। ’

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে গত ২৫ জুন রাতে সিপিএল খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। দেড় মাসের সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর সাকিব যোগ দেবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

এবারের সিপিএলে ব্যাটে-বলে সফল ছিলেন সাকিব। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। ফাইনালে ‍গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ‍চার ওভারে মাত্র ২৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জ্যামাইকা তালাওয়াসের শিরোপা জয়কে সহজ করেন সাকিব।
 
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন দু’বার। এবার ভিন দেশের আরেকটি লিগে পেলেন শিরোপা জয়ের স্বাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যস্ত সময় ‍পার করছেন সাকিব। বিশ্বকাপের পর পরই আইপিএল খেলতে ভারতে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার। আইপিএল শেষে দেশে ফিরেই নামেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। আবাহনীকে চ্যাম্পিয়ন করে সিপিএলে যোগ দেন। শিরোপা জয় করেই এবার দেশে ফিরলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

কয়েকদিন বিশ্রাম শেষে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করবেন সাকিব। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।