ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ক্যারিবীয়-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ক্যারিবীয়-ভারত টেস্ট ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। এর আগে ভুবেনশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে ২২৫ রানে সবকটি উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

স্বাগতিকদের সামনে ২৮৫ রানের লিড দাঁড়িয়েছে।

 

ভারত-৩৫৩ ও ১৫৭/৩ (৩৯.০)
ওয়েস্ট ইন্ডিজ-২২৫

ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২৮ ও ২৬ রানে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান আউট হন। পরে মাত্র চার রানের সময় প্যাভিলিওনে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ৮৫ রান করে অপরাজিত আছেন আজিঙ্কে রাহানে ও রোহিত শর্মা। রাহানে ৫১ ও রোহিত ৪১ রানে মাঠ ছেড়েছেন। মিগুয়েল কামিন্স নেন দুটি উইকেট আর একটি পান রোস্টন চেজ।

এর আগে তৃতীয় দিন বৃষ্টির কারণে মাঠে কোনো বল না গড়ালে চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১০৭ রানে এক উইকেট হারানো দলটি সুবিধে করতে পারেনি। বাকি ১১৮ রান করতেই চলে যায় বাকি নয় উইকেট। সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট। আর ৪৮ রান আসে মারলন স্যমুয়েলসের ব্যাট থেকে।

ভারতীয় বোলারদের মধ্যে পাঁচ উইকেট দখল করেন পেসার ভুবেনশ্বর কুমার। দুটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। আর একটি করে উইকেট লাভ করেন ইশান্ত শর্মা ও রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।